সুখবর, এবার WhatsApp চ্যাটে পাঠানো যাবে টাকা, আসছে পেমেন্ট পরিষেবা

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(এনপিসিআই)-র অনুমোদন পেল ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ পে। প্রথম পর্যায়ে, হোয়াটসঅ্যাপ ভারতে এক কোটি ব্যবহারকারীকে পেমেন্ট অ্যাপের পরিষেবা দিতে সক্ষম হবে।

নয়াদিল্লি: অবশেষে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(এনপিসিআই)-র অনুমোদন পেল ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ পে। যদিও ইতিমধ্যেই বেশকিছু অ্যাপ ব্যবহারকারীকে পাইলট প্রজেক্ট হিসেবে ডিজিটাল আর্থিক লেনদেনের সুবিধে দিয়ে আসছিল হোয়াটসঅ্যাপ।  তবে এনপিসিআইয়ের সবুজ সংকেত পাওয়ার পরে এবার এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ সরাসরি গুগল পে, অ্যামাজন পে এবং পেইটিএম-এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ইংরেজি সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রকের অনুমোদনের পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন যে এনপিসিআই-এর অনুমোদন পাওয়ার পর এবার দেশ জুরর হোয়াটসঅ্যাপ তার ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ পে-র সুবিধা দিতে পারবে।

বহু দিন আগে থেকেই হোয়াটসঅ্যাপ, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের জন্য আবেদন করে আসছিল, তবে সমস্যা দেখা দেয় সংস্থাটির ডেটা লোকালাইজেশন অর্থাৎ স্থানীয় ডেটা সংরক্ষণের শর্ত নিয়ে। এখন থেকে এনপিসিআই-এর শর্ত মেনেই তথ্য সংরক্ষণ করবে এই সংস্থা। শর্ত অনুযায়ী এই অ্যাপে পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য স্থানীয়ভাবে স্টোর করতে হবে।

প্রথম পর্যায়ে, হোয়াটসঅ্যাপ ভারতে এক কোটি ব্যবহারকারীকে পেমেন্ট অ্যাপের পরিষেবা দিতে সক্ষম হবে। অন্যান্য শর্তাদি মেনে নেওয়ার পরে, সংস্থাটি তার সমস্ত ব্যবহারকারীর জন্য এই পরিষেবা প্রদান করতেস সক্ষম হবে।

সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে এই পরিষেবা পৌঁছে যাওয়ার পর , এটি দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। কারণ ভারতে ৪০কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে। এরআগে ২০১৮সালের ফেব্রুয়ারি মাসে আইসিআইসিআই ব্যাংকের সহযোগিতায় ১০ লক্ষ ব্যবহারকারীর জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছিল হোয়াটসঅ্যাপ। তবে সংস্থাটি তখন থেকে নিয়ামক সংস্থা এনপিসিআই-এর অনুমোদনের অপেক্ষায় ছিল। এনপিসিআই দ্বারা নির্মিত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের উপর ভিত্তি করে এই পরিষেবা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =