হোয়াটসঅ্যাপ গ্রাহকদের চূড়ান্ত সতর্কতা, তথ্য ফাঁসের আশঙ্কা

ওয়াশিংটন: বিপদের মুখে হোয়াটসঅ্যাপ। হ্যাকাররা দূর থেকে একটি নজরদার সফটওয়্যার বসাতে সক্ষম হয়েছে। তা দিয়ে ফোন এবং অন্য যন্ত্রে হোয়াটসঅ্যাপের মেসেজিং দেখে নেওয়া যাচ্ছে। ফেসবুক জানাচ্ছে, কিছু নির্বাচিত ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপই নিশানা করেছে সাইবার হ্যাকাররা। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইজরায়েলি নিরাপত্তা সংস্থা এনএসও গ্রুপ এই সাইবার হামলার পুরোভাগে। অতিরিক্ত সতর্কতা হিসেবে সোমবার হোয়াটসঅ্যার তাদের ১৫ কোটি ব্যবহারকারীকে

হোয়াটসঅ্যাপ গ্রাহকদের চূড়ান্ত সতর্কতা, তথ্য ফাঁসের আশঙ্কা

ওয়াশিংটন: বিপদের মুখে হোয়াটসঅ্যাপ। হ্যাকাররা দূর থেকে একটি নজরদার সফটওয়্যার বসাতে সক্ষম হয়েছে। তা দিয়ে ফোন এবং অন্য যন্ত্রে হোয়াটসঅ্যাপের মেসেজিং দেখে নেওয়া যাচ্ছে। ফেসবুক জানাচ্ছে, কিছু নির্বাচিত ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপই নিশানা করেছে সাইবার হ্যাকাররা।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইজরায়েলি নিরাপত্তা সংস্থা এনএসও গ্রুপ এই সাইবার হামলার পুরোভাগে। অতিরিক্ত সতর্কতা হিসেবে সোমবার হোয়াটসঅ্যার তাদের ১৫ কোটি ব্যবহারকারীকে তাদের হোয়াটসঅ্যাপ আপডেট করতে বলেছে। এমাসের গোড়ায় এই সাইবার হামলা ধরা পড়েছে। এমনিতে হোয়াটসঅ্যাপের বার্তা এনক্রিপটেড বলে দাবি করা হয়। যার ফলে প্রেরক এবং ব্যবহারকারী ছাড়া কেউই বার্তা পড়তে পারে না। কিন্তু এই হ্যাকাররা সেই নিরাপত্তা ভেঙে বার্তা দেখে নিচ্ছে।

তাদের নিশানায় সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী এবং মানবাধিকার কর্মীরা। কীভাবে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোরে গিয়ে উপরের বাঁ দিকে মেনুতে যেতে হবে। সেখানে মাই অ্যাপস অ্যান্ড গেমসে ট্যাপ করতে হবে। যদি সম্প্রতি আপডেট করা হয়ে থাকে তবে অ্যাপসের তালিকায় দেখা যাবে ওপেন। না হলে সেখানে দেখা যাবে আপডেট। সেটা টিপে আপডেট করে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eleven =