মোবাইল নম্বর পোর্ট করাতে চান? সুখবর শোনাল ট্রাই

নয়াদিল্লি: আজ থেকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বন্ধ থাকবে মোবাইল নম্বর পরিবর্তন সংক্রান্ত পোর্টেবিলিটির কাজ৷ ঘোষণা টেলিকম নিয়ামক সংস্থা ট্রাইয়ের৷ ট্রাইয়ের নয়া বিধিতে বলা হয়েছে, এবার থেকে মাত্র ৩ দিনের মধ্যেই মোবাইল নম্বর এক রেখে বদল করা যাবে সংস্থা৷ নির্ধারিত তিন দিনের মধ্যেই শেষ হবে পোর্টেবিলিটির সমস্ত প্রক্রিয়া৷ আগামী ১৬ ডিসেম্বর থেকে নয়া এই

মোবাইল নম্বর পোর্ট করাতে চান? সুখবর শোনাল ট্রাই

নয়াদিল্লি: আজ থেকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বন্ধ থাকবে মোবাইল নম্বর পরিবর্তন সংক্রান্ত পোর্টেবিলিটির কাজ৷ ঘোষণা টেলিকম নিয়ামক সংস্থা ট্রাইয়ের৷

ট্রাইয়ের নয়া বিধিতে বলা হয়েছে, এবার থেকে মাত্র ৩ দিনের মধ্যেই মোবাইল নম্বর এক রেখে বদল করা যাবে সংস্থা৷ নির্ধারিত তিন দিনের মধ্যেই শেষ হবে পোর্টেবিলিটির সমস্ত প্রক্রিয়া৷ আগামী ১৬ ডিসেম্বর থেকে নয়া এই বিধি কার্যকর হবে৷

নয়া বিধি কার্যকর করার আগে ট্রাই জানিয়েছে, নতুন ব্যবস্থা কর্যকর করার জন্য আগামী ছ’দিন সংস্থা বদলের ব্যবস্থা বন্ধ থাকবে৷ জাতীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই জানিয়েছে, নয়া বিধি অনুযায়ী এক সার্কেলের মধ্যে মোবাইল নম্বর এক রেখে সংস্থা বদলাতে কোনও ভাবেই তিন দিনের বেশি সময় লাগবে না৷ সংস্থা বদল হয়ে যাবে তিন দিনের মধ্যেই৷ তারপরই চালু হয়ে যাবে পরিষেবা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nine =