হাঁটলেই চার্জ হবে মোবাইলে, দুই পড়ুয়ার নয়া আবিষ্কার

নয়াদিল্লি: মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! এখন হাঁটলেই চার্জ হবে চার্জারে৷ মোবাইলের শক্তি সমস্যাকে তাড়াতে একেবারে নতুন ভাবনা আনল দিল্লির দুই পড়ুয়া। ওঁদের দেখানো পথে মোবাইলকে সঙ্গে নিয়ে হাঁটলেই আপনা আপনি চার্জ হবে মোবাইল। আর ইলেকট্রিক প্লাগে গুঁজে সময় কাটাতে হবে না। দুই ভারতীয় ছাত্রের এই নতুন চার্জার দারুণ সাড়া জাগিয়েছে। দিল্লির ১৯ বছরের দুই

হাঁটলেই চার্জ হবে মোবাইলে,  দুই পড়ুয়ার নয়া আবিষ্কার

নয়াদিল্লি: মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! এখন হাঁটলেই চার্জ হবে চার্জারে৷ মোবাইলের শক্তি সমস্যাকে তাড়াতে একেবারে নতুন ভাবনা আনল দিল্লির দুই পড়ুয়া। ওঁদের দেখানো পথে মোবাইলকে সঙ্গে নিয়ে হাঁটলেই আপনা আপনি চার্জ হবে মোবাইল। আর ইলেকট্রিক প্লাগে গুঁজে সময় কাটাতে হবে না। দুই ভারতীয় ছাত্রের এই নতুন চার্জার দারুণ সাড়া জাগিয়েছে।

দিল্লির ১৯ বছরের দুই ছাত্র মোহক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধরণ এই অভিনব চার্জার বানিয়েছে। এই দুই পড়ুয়ার তৈরি যন্ত্রাংশ নকশা তৈরি হয়ে গেছে। এখন তা চূড়ান্ত রূপ দেওয়ার পালা। আবিষ্কারী ছাত্রদের দাবি, সাধারণ চার্জারের থেকেও ২০শতাংশ কম সময় লাগবে৷

কীভাবে কাজ করবে ওই চার্জার? মোহক ভাল্লা জানিয়েছেন, গোড়ালির কাছে এই চার্জারটি লাগিয়ে নিয়ে হাঁটলেই চার্জ হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে এই যন্ত্র। চার্জারের একটি অংশ ডায়নামো এবং অন্য অংশ বাফার। যন্ত্রটা রাখা হয় ঠিক গোড়ালির নিচে। হাঁটা শুরু হলে গোড়ালিতে চাপ পড়ে। গোড়ালির এই চাপ থেকে তৈরি হতে থাকা শক্তি। ওই শক্তি ডায়নামো ঘোরাতে সাহায্য করে। ডায়নামো ঘোরার সঙ্গে সঙ্গে তৈরি হয় বৈদ্যুতিক শক্তি। আর ওই বিদ্যুৎ দিয়েই চার্জ হতে থাকবে মোবাইল ফোন। তবে প্রথম তৈরি হওয়া যন্ত্রটিতে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই এটি বাজারে আনতে এখনও অপেক্ষা করতে হবে এক বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *