তিনটি রিচার্জ অফার ফিরিয়ে আনল Vodafone

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনল Vodafone৷ ৫০, ১০০ ও ৫০০ টাকা রিচার্জ ফিরিয়ে আনা হয়েছে৷ এই তিনটি রিচার্জে ৮৪ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে৷ ৫০ টাকার রিচার্জ করলে ৩৯.৩৭ টাকা টকটাইম পাওয়া যাবে৷ ১০০ ও ৫০০ টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে৷ সম্প্রতি, ১০০ ও ৫০০ টাকা রিচার্জ ফিরিয়ে এনেছিল Airtel৷

তিনটি রিচার্জ অফার ফিরিয়ে আনল Vodafone

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনল Vodafone৷ ৫০, ১০০ ও ৫০০ টাকা রিচার্জ ফিরিয়ে আনা হয়েছে৷ এই তিনটি রিচার্জে ৮৪ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে৷ ৫০ টাকার রিচার্জ করলে ৩৯.৩৭ টাকা টকটাইম পাওয়া যাবে৷ ১০০ ও ৫০০ টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে৷ সম্প্রতি, ১০০ ও ৫০০ টাকা রিচার্জ ফিরিয়ে এনেছিল Airtel৷ এছাড়াও এই দুটি কোম্পানিই ১৬৯৯টাকায় একবছরের ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হয়েছে৷

এছাড়াও টকটাইম রিচার্জের জন্য ১০ টাকা রিচার্জে ৭.৪৭ টাকা টকটাইম পাওয়া যাবে৷ তবে একসঙ্গে বেশি টকটাইম রিচার্জ করতে চাইলে হাজার ও ৫ হাজার টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে৷ প্রিপেডে ৫০ টাকা রিচার্জে থাকছে টকটাইম ক্যারি ফরওয়ার্ড পরিষেবা৷ অর্থাৎ কোন মাসে টকটাইম অতিরিক্ত থেকে গেলে পরের রিচার্জে তা যোগ হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seven =