এবার বাজারে আসতে চলেছে ভিভো-র নতুন স্মার্টফোন নেক্স-২। ইতিমধ্যেই চিনে নেক্স-২-র তিনটি টিজার প্রকাশ করেছে সংস্থা। আর এই টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই এই ফোন নিয়ে জেন ওয়াই-এর কৌতুহলের পারদ ক্রমশ চড়ছে। জানা গিয়েছে, এই ফোনে থাকছে ১০ জিবি র্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এরই সঙ্গে এই ফোনে থাকছে অ্যান্ডরয়েড ৯.০ (পাই) অপারেটিং সিস্টেম। সঙ্গেই রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৬.৩ ইঞ্চির ফুল এইচডি ডুয়াল ডিসপ্লে যুক্ত এই ফোনে থাকছে ৩টি রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল। দ্বিতীয়টি ৫ মেগাপিক্সেলের আর তৃতীয়টিতে একটি থ্রিডি সেন্সার থাকবে। উচ্চমানের ছবি তোলার জন্য এই ক্যামেরায় যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। সংস্থা সূত্রে খবর, ১১ ডিসেম্বর চিনে লঞ্চ করবে নেক্স-২। সে দেশে এই ফোনের রেজিস্ট্রেশান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চিনে এর দাম ৪,৪৯৮ ইউয়ান, ভারতীয় টাকায় যা প্রায় ৪৬,৩৬৭ টাকা। খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
বাজারে আসছে ভিভো-র নতুন স্মার্টফোন নেক্স-২
এবার বাজারে আসতে চলেছে ভিভো-র নতুন স্মার্টফোন নেক্স-২। ইতিমধ্যেই চিনে নেক্স-২-র তিনটি টিজার প্রকাশ করেছে সংস্থা। আর এই টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই এই ফোন নিয়ে জেন ওয়াই-এর কৌতুহলের পারদ ক্রমশ চড়ছে। জানা গিয়েছে, এই ফোনে থাকছে ১০ জিবি র্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এরই সঙ্গে এই ফোনে থাকছে অ্যান্ডরয়েড ৯.০ (পাই) অপারেটিং সিস্টেম। সঙ্গেই