বাজার কাঁপাতে চলে এল ভিভো ভি৪০ সিরিজ, ক্যামেরা ফিচারে দারুন চমক

নয়াদিল্লি: ভারতের বাজারে লঞ্চ করলভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো৷ ভিভো ভি৩০ সিরিজের উত্তরসূরী হিসাবে ভিভো ভি৪০ সিরিজ লঞ্চ করা হয়েছে৷ ভিভো ভি৪০ ফোনে রয়েছে…

নয়াদিল্লি: ভারতের বাজারে লঞ্চ করলভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো৷ ভিভো ভি৩০ সিরিজের উত্তরসূরী হিসাবে ভিভো ভি৪০ সিরিজ লঞ্চ করা হয়েছে৷ ভিভো ভি৪০ ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট। এই ফোনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন Zeiss ব্র্যান্ডে রেয়ার ক্যামেরা৷ এই সিরিজের দুটি ফোনই ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর৷

 

ভিভো ভি৪০ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৯,৯৯৯ টাকা। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৫৫,৯৯৯ টাকা। আগামী ১৩ অগাস্ট থেকে বাজারে শুরু হয়ে যাবে বিক্রি।

এছাড়াও ভিভো ভি৪০ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা। এই সিরিজের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে ৩৬,৯৯৯ টাকা। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। ১৯ অগাস্ট থেকে এই ফোন কেনা যাবে। গ্যাঞ্জেস ব্লু, লোটাস পার্পল এবং টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি৪০ ফোন।

এই দুই ফোনেই রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে৷ যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ভিভো ভি৪০ প্রো ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে।