ভাইরাল শাওমির ফোল্ডিং ট্যাবলেটের ভিডিও। ভিডিওটি পোস্ট করেছেন ইভান ব্লাস নামের এক ব্যক্তি। সেই ভিডিওতে দেখা গেছে, ট্যাবলেটটি সহজেই ভাঁজ করা যাচ্ছে। দু’বার ভাঁজ করলেই হয়ে যাচ্ছে স্মার্টফোন। ডিভাইসটি যে অন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে সেটা পরিষ্কার।
আরও দেখা গেছে ডিভাইসে ‘এমআই ইউআই’ ইনস্টল করা রয়েছে। সেই সঙ্গে চিনা ভাষাতেও একাধিক লেখা রয়েছে। তাই দেখে ধারনা করা হচ্ছে এটি শাওমির ফোল্ডিং ট্যাব। ইভান ব্লাস্ট নিজেও ভিডিওটির সত্যতা নিয়ে নিশ্চিত নন। কেননা, একটি অন্ধকার জায়গায় ভিডিওটি রেকর্ডিং করা হয়েছে। তবে, টেক প্রমীদের ধারনা, এবছরেই ফোল্ডিং মোবাইল আনছে স্যামসাং। স্মার্টফোনের বাজারে স্যামসাংকে তীব্র প্রতিযোগিতায় ফেলেছে শাওমি। তাই, ফোল্ডিং ট্যাব নিয়েই প্রতিযোগিতায় নামা অসম্ভব কিছু নয়।
Can’t speak to the authenticity of this video or device, but it’s allegedly made by Xiaomi, I’m told. Hot new phone, or gadget porn deepfake? pic.twitter.com/qwFogWiE2F
— Evan Blass (@evleaks) January 3, 2019