Samsung ফোন ব্যবহার করেন? কবে Android Pie আপডেট পাবেন জানেন?

Samsung ফোনে Android Pie আপডেটের দিন ঘোষণা করল কোম্পানি। শুরুতেই Galaxy Note 9 ফোনে আপডেট পৌঁছাবে। ইতিমধ্যেই এই ফোনে কোম্পানির৫ নতুন One UI এর বিটা ভার্সান পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসে এই ফোনে লেটেস্ট One UI আপডেট। এছাড়াও জানুয়ারি Galaxy S9 আর S9+ ফোনে জানুয়ারি মাসেই Android Pie আপডেট পাঠাতে শুরু করবে Samsung। এই তালিকায় Galaxy J3

Samsung ফোন ব্যবহার করেন? কবে Android Pie আপডেট পাবেন জানেন?

Samsung ফোনে Android Pie আপডেটের দিন ঘোষণা করল কোম্পানি। শুরুতেই Galaxy Note 9 ফোনে আপডেট পৌঁছাবে। ইতিমধ্যেই এই ফোনে কোম্পানির৫ নতুন One UI এর বিটা ভার্সান পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসে এই ফোনে লেটেস্ট One UI আপডেট। এছাড়াও জানুয়ারি Galaxy S9 আর S9+ ফোনে জানুয়ারি মাসেই Android Pie আপডেট পাঠাতে শুরু করবে Samsung। এই তালিকায় Galaxy J3 (2017), Galaxy J4, Galaxy J4+ আর Galaxy J7 (2017) এর মতো বাজেড় ফোনগুলিতেও আগামী বছরে Android Pie আপডেট পৌঁছাবে।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে Galaxy Note 9 এ পৌঁছাবে Pie আপডেট পৌঁছাবে। Galaxy S9 আর S9+ ফোনে এই আপডেট পৌঁছাবে জানুয়ারিতে। ইতিমধ্যেই এই দুটি ফোনের One UI ফোনের বিটা টেস্টিং শুরু হয়েছে। এর পরেই মার্চে Galaxy S8, S8+ আর Galaxy Note 8 ফোনে Android Pie আপডেট পাঠাতে শুরু করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। তবে Galaxy S7 আর S7 Edge ফোনে Android Pie আপডেট দেবে না Samsung। আগামী বছর এপ্রিলে Galaxy A8 (2018), Galaxy A8+ (2018), Galaxy A7 (2018), Galaxy A9 (2018) আর Galaxy Tab S4 10.5 এ পৌঁছাবে Android Pie আপডেট। 2019 সালের মে মাসে Galaxy J4, Galaxy J4+, Galaxy J6, Galaxy J6+ আর Galaxy A8 Star স্মার্টফোনে পৌঁছাবে আপডেট। এর পরে জুলাই মাসে Galaxy J7 (2017) পৌঁছাবে এই আপডেট। সেপ্টেম্বরে Galaxy J7 Duo, Galaxy J3 (2017), Galaxy Xcover4 আর Galaxy Tab S3 ডিভাইসে Android Pie পাঠাতে শুরু করবে Samsung। আগামী বছর অক্টোবরে Android Q লঞ্চের পরে Galaxy Tab A (2017), Galaxy Tab Active 2 আর Galaxy Tab A 10.5 ডিভাইসগুলিতে Android Pie পৌঁছাতে শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =