Gmail ব্যবহার করেন? তাহলে নতুন ফিচারগুলি আপনাকে জানতেই হবে

ওয়াশিংটন: গত কয়েক বছর ধরেই Gmail এ একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে৷ এবার ইমেল সার্ভিসকে আরও শক্তিশালী করে তুলেছে Google। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইমেল ক্লায়েন্ট Gmail। আবার কোম্পানির ইমেল সার্ভিসে নতুন ফিচার যোগ করল মার্কিন টেক কোম্পানিটি। নতুন ফিচারে ইমেলের উপর রাইট ক্লিক করলে একাধিক নতুন অপশন দেখা যাবে৷ এর ফলে

Gmail ব্যবহার করেন? তাহলে নতুন ফিচারগুলি আপনাকে জানতেই হবে

ওয়াশিংটন:  গত কয়েক বছর ধরেই Gmail এ একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে৷ এবার ইমেল সার্ভিসকে আরও শক্তিশালী করে তুলেছে Google। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইমেল ক্লায়েন্ট Gmail। আবার কোম্পানির ইমেল সার্ভিসে নতুন ফিচার যোগ করল মার্কিন টেক কোম্পানিটি। নতুন ফিচারে ইমেলের উপর রাইট ক্লিক করলে একাধিক নতুন অপশন দেখা যাবে৷

এর ফলে ইমেলের উপর রাইট ক্লিক করে খুব সহজেই একাধিক কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। এবার থেকে Gmail এ যে কোন ইমেল এর উপর রাইট ক্লিক করে রিপ্লাই, ফরওয়ার্ড অথবা ইমেল সার্চ করা যাবে। এছাড়াও রাইট ক্লিক মেনুতে যোগ হয়েছে নতুন উইন্ডোতে ইমেল ওপেন করার অপশন৷ সম্প্রতি এক ব্লগ পোস্টে Google জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে যাবে। ২৫ ফেব্রুয়ারির আগে সব গ্রাহক এই আপডেট পেয়ে যাবেন। G Suite গ্রাহকদের এই আপডেট ব্যবহারের জন্য কোন এডমিন পারমিশন লাগবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fourteen =