ট্রুকলার আপডেট করলেই সাফ হতে পারে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট!

নয়াদিল্লি: ইউপিআই বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নয়া পেমেন্ট ব্যবস্থা এনেছে ট্রুকলার৷ এবার ট্রুকলারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলতে শুরু করেছেন গ্রাহকরা৷ আপডেটের পরে ট্রুকলার অ্যাপ গ্রাহকের অনুমতি ছাড়াই ট্রুকলার পে পেমেন্ট সার্ভিস রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় এই ব্যবস্থার বিরুদ্ধে ঝড় তুলেছেন ট্রুকলার গ্রাহকরা৷ তবে ট্রুকলার কর্তৃপক্ষ জানিয়েছেন, সাম্প্রতিক আপডেটে একটি ভুল খুঁজে পেয়েছন তাঁরা৷ নিজে

ট্রুকলার আপডেট করলেই সাফ হতে পারে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট!

নয়াদিল্লি: ইউপিআই বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নয়া পেমেন্ট ব্যবস্থা এনেছে ট্রুকলার৷ এবার ট্রুকলারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলতে শুরু করেছেন গ্রাহকরা৷ আপডেটের পরে ট্রুকলার অ্যাপ গ্রাহকের অনুমতি ছাড়াই ট্রুকলার পে পেমেন্ট সার্ভিস রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় এই ব্যবস্থার বিরুদ্ধে ঝড় তুলেছেন ট্রুকলার গ্রাহকরা৷

তবে ট্রুকলার কর্তৃপক্ষ জানিয়েছেন, সাম্প্রতিক আপডেটে একটি ভুল খুঁজে পেয়েছন তাঁরা৷ নিজে থেকেই নাকি তা রেজিস্ট্রার হয়ে যাচ্ছে৷ আরও বেশি গ্রাহক যেন এই সমস্যায় আর না পড়েন তাই ইতিমধ্যেই এই আপডেট পাঠানো বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে ট্রুকলার৷  যে সব গ্রাহক ইতিমধ্যেই এই আপডেটের করিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ৷

ডাজানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে ট্রুকলারের ভার্সান ১০.৪১.৬ আপডেট করলেই ঘটছে বিপত্তি৷ গত ২৪ জুলাই এই আপডেট পাঠানো শুরু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =