WhatsApp স্ট্যাটাস আপডেট করেন? তাহলে অবশ্যই পড়ুন

নয়াদিল্লি: এতদিন ক্রোনোলজিকালি WhatsApp স্ট্যাটাস দেখা যেত। অর্থাৎ যে স্ট্যাটাস আগে পোস্ট হয়েছে সেটি আগে দেখাত এই মেসেজিং সার্ভিস৷ সম্প্রতি স্ট্যাটাসে নতুন অ্যালগোরিদম আনতে চলেছে WhatsApp। অর্থাৎ কোন স্ট্যাটাস কে আগে দেখতে পাবেন এবার থেকে তা ঠিক করে দেবে WhatsApp। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই গোটা বিশ্বের নির্বাচিত কিছু অঞ্চলে পরীক্ষা মূলক ভাবে

WhatsApp স্ট্যাটাস আপডেট করেন? তাহলে অবশ্যই পড়ুন

নয়াদিল্লি: এতদিন ক্রোনোলজিকালি WhatsApp স্ট্যাটাস দেখা যেত। অর্থাৎ যে স্ট্যাটাস আগে পোস্ট হয়েছে সেটি আগে দেখাত এই মেসেজিং সার্ভিস৷ সম্প্রতি স্ট্যাটাসে নতুন অ্যালগোরিদম আনতে চলেছে WhatsApp। অর্থাৎ কোন স্ট্যাটাস কে আগে দেখতে পাবেন এবার থেকে তা ঠিক করে দেবে WhatsApp। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই গোটা বিশ্বের নির্বাচিত কিছু অঞ্চলে পরীক্ষা মূলক ভাবে এই ফিচার চালু হয়েছে৷

নতুন অ্যালগোরিদমে গুরুত্ব বুঝে কোন স্ট্যাটাস আগে অথবা পরে দেখাবে WhatsApp। কীভাবে স্ট্যাটাসের গুরুত্ব ঠিক হবে, তা জানা যায়নি৷ তবে মনে করা হচ্ছে যেসব গ্রাহকের স্ট্যাটাস বেশি মানুষ দেখেন সেই স্ট্যাটাসকে অগ্রাধিকার দেবে মেসেজিং কোম্পানিটি৷ যেমন ধরুন আপনি হোয়াটসঅ্যাপে যে মানুষটির সাথে সব থেকে বেশি চ্যাট করেন সেই গ্রাহকের পোস্ট করা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার তালিকায় সবার উপরে থাকবে৷ এছাড়াও যেসব গ্রাহক ঘনঘন স্ট্যাটাস পোস্ট করেন তাদের স্ট্যাটাস অ্যালগোরিদমে উপরে উঠে আসতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *