এবার ১৫ লক্ষ গ্রাহকের ‘কন্টাক্ট লিস্ট’ হাতাল ফেসবুক

ওয়াশিংটন: ব্যবহারকারীদের কন্টাক্ট লিস্ট আপলোড করে নিয়েছে ফেসবুক। এটাকে তারা অনিচ্ছাকৃত বললেও এক নিরাপত্তা বিশ্লেষকের দাবি, ২০১৬ সালের মে মাসের পর থেকে নতুন ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল কন্টাক্ট লিস্ট আপলোড করেছে ফেসবুক। এখন পর্যন্ত ১৫ লাখ ফেসবুক ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট আপলোড করা হয়েছে। সম্প্রতি এক নিরাপত্তা গবেষক খেয়াল করেন, কিছু ফেসবুক ব্যবহারকারীর ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের

dbfd09f139b569bc543b5778a138ed77

এবার ১৫ লক্ষ গ্রাহকের ‘কন্টাক্ট লিস্ট’ হাতাল ফেসবুক

ওয়াশিংটন: ব্যবহারকারীদের কন্টাক্ট লিস্ট আপলোড করে নিয়েছে ফেসবুক। এটাকে তারা অনিচ্ছাকৃত বললেও এক নিরাপত্তা বিশ্লেষকের দাবি, ২০১৬ সালের মে মাসের পর থেকে নতুন ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল কন্টাক্ট লিস্ট আপলোড করেছে ফেসবুক।

এখন পর্যন্ত ১৫ লাখ ফেসবুক ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট আপলোড করা হয়েছে। সম্প্রতি এক নিরাপত্তা গবেষক খেয়াল করেন, কিছু ফেসবুক ব্যবহারকারীর ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের পাসওয়ার্ড দিতে বলছে। নতুন অ্যাকাউন্ট খুলে তাদের পরিচিতি শনাক্ত করার সময় ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের পাসওয়ার্ড জানতে চাইছে। কেউ যদি নতুন অ্যাকাউন্ট খোলার সময় ই-মেইল পাসওয়ার্ড দেন, তবে একটি বার্তা দেখতে পান যাতে কনটাক্ট লিস্ট স্থানান্তর করার জন্য অনুমতি চায় ফেসবুক। এখন ফেসবুক কর্তৃপক্ষ বলছেন, অনিচ্ছাকৃতভাবেই ওই কনটাক্ট লিস্ট আপলোড করা হচ্ছিল। এখন তা মুছে ফেলা হচ্ছে। বেশ কিছুদিন ধরে সমালোচনার মুখে থাকা ফেসবুকের জন্য প্রাইভেসি নিয়ে এটি আরেকটি বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *