এবার ফেসবুক করতেও লাগবে টাকা! নয়া নিয়ম কী ভাবে এড়াবেন

নয়াদিল্লি: আর বিনামূল্যে নয়। ফেসবুকে এবার নানা ধরনের বিশেষ কনটেন্ট দেখতে গেলে দিতে হবে টাকা। পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে এই নতুন নিয়ম। ফুটবল থেকে কমেডি, পড়াশোনা থেকে রান্নাবান্না— ফেসবুকে রয়েছে অজস্র গ্রুপ। তার মধ্যে বেশ কয়েকটি আপনিও নিশ্চয়ই ফলো করেন। তাহলে আপনার জন্য খারাপ খবর হতেই পারে এই নতুন নিয়ম। বেশ কয়েক ধরনের গ্রুপে এবার

b6a1152d3990a050487bbc398abdfe06

এবার ফেসবুক করতেও লাগবে টাকা! নয়া নিয়ম কী ভাবে এড়াবেন

নয়াদিল্লি: আর বিনামূল্যে নয়। ফেসবুকে এবার নানা ধরনের বিশেষ কনটেন্ট দেখতে গেলে দিতে হবে টাকা। পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে এই নতুন নিয়ম।

ফুটবল থেকে কমেডি, পড়াশোনা থেকে রান্নাবান্না— ফেসবুকে রয়েছে অজস্র গ্রুপ। তার মধ্যে বেশ কয়েকটি আপনিও নিশ্চয়ই ফলো করেন। তাহলে আপনার জন্য খারাপ খবর হতেই পারে এই নতুন নিয়ম। বেশ কয়েক ধরনের গ্রুপে এবার নির্দিষ্ট এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে হলে গ্রুপের সদস্যদের টাকা দিয়ে তা দেখতে হবে। প্রাথমিক ভাবে রান্নাবান্না, সন্তান প্রতিপালন, ঘর পরিষ্কার ইত্যাদি বিষয়ক প্রাইভেট গ্রুপে এই নিয়ম চালু হচ্ছে। তবে আপাতত খুব বেশি গ্রুপের ক্ষেত্রে এই ব্যবস্থা হচ্ছে না বলেই জানিয়েছেন ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর অ্যালেক্স ডেভ।

সর্বভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, এই নতুন নিয়মে গ্রুপ অ্যাডমিনরা চাইলে সদস্য প্রতি মাসে ২ হাজার টাকারও বেশি চাওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে কেউ এই টাকা দিলে তবেই দেখতে পারবে ওই নির্দিষ্ট ছবি বা ভিডিওটি। কাজেই আগামী দিনে সতর্ক থাকুন। পকেটের টান এড়াতে ওই ধরনের গ্রুপের লোভ সংবরণ করুন। ইন্টারনেটের অন্যত্র খুঁজে দেখুন, ওই একই জিনিস আর কোথাও পাওয়া যায় কি না। তবে একান্তই যদি তা এক্সক্লুসিভ হয়, আর আপনিও তার মায়া কাটাতে না পারেন, তাহলে আপনার জন্য একটাই পথ খোলা রাখছেন জুকেরবার্গ— ফেলো কড়ি, মাখো তেল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *