পেট্রোল ছাড়াই চলবে চলবে TVS-এর এই বাইক, কত দাম জানেন?

নয়াদিল্লি: ভারতে লঞ্চ হল নতুন TVS Apache RTR 200 Fi E100। পেট্রোলের পরিবর্তে ইথানলে চলবে নতুন এই বাইক৷ ১.২ লক্ষ টাকায় শো-রুম থেকে মিলবে এই বাইক৷ আপাতত মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও কর্ণাটকে লঞ্চ হয়েছে এই বাইক৷ পেট্রোল ভেরিয়েন্টের মতোই ইথালনে চলা নতুন এই বাইক৷ থাকছে ২০০ cc ইঞ্জিন৷ নতুন TVS Apache RTR 200 Fi E100

1349838e8dc003576b387318cb05dc66

পেট্রোল ছাড়াই চলবে চলবে TVS-এর এই বাইক, কত দাম জানেন?

নয়াদিল্লি: ভারতে লঞ্চ হল নতুন TVS Apache RTR 200 Fi E100। পেট্রোলের পরিবর্তে ইথানলে চলবে নতুন এই বাইক৷ ১.২ লক্ষ টাকায় শো-রুম থেকে মিলবে এই বাইক৷ আপাতত মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও কর্ণাটকে লঞ্চ হয়েছে এই বাইক৷ পেট্রোল ভেরিয়েন্টের মতোই ইথালনে চলা নতুন এই বাইক৷ থাকছে ২০০ cc ইঞ্জিন৷

নতুন TVS Apache RTR 200 Fi E100 বাইকের ইঞ্জিনে থাকছে ২০.৭ বিপিএইচ শক্তি আর ১৮.১ Nm টর্ক৷ সর্বোচ্চ ১২৯ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে এই বাইকটি৷ ইথানলে চলা এই বাইকে পেট্রোল ভেরিয়েন্টের থেকে ৫০ শতাংশ কম বেঞ্জিন ও বিউটাডাইন গ্যাস নির্গত হবে৷ এছাড়াও বেশি শক্তির জন্য এই বাইকে থাকছে টুইন স্প্রে টুইন পোর্ট সিস্টেম৷ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ইথানলে চলা বাইকের জনপ্রিয়তা বাড়ছে৷ এই ধরনের বায়ো জ্বালানী ব্যবহার অনেক বেশি পরিবেশ বান্ধব৷ ইথানল ব্যবহারে বাতাসে ৩৫ শতাংশ কম কার্বোণ মোনো অক্সাইড তৈরি হয়৷ এছাড়াও এই জ্বালানিতে সালফার ডাই অক্সাইড নির্গমন কমায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *