দোকানে ঢুকে কড়কড়ে নোটে দামী স্মার্টফোন বাগালেন কাগজ কুড়ানি যুবক

তাইল্যান্ড: দেখলে মনে হবে দুস্থ৷ ছেঁড়া-ফাটা পোশাক৷ নোংরা৷ হােত রাখা বস্তা৷ মনে হতেই পারে কাগজ কুড়ানি, কিংবা ভিখারি৷ কিন্তু, হাতে বস্তা নিয়ে মোবাইল ফোনের দোকানে সটান হাজির বছর ২৫-এর যুবক৷ দোকানে ঢুকে কড়কড়ে নোট গুনে কিনলেন দামি ফোন৷ এহেন যুবকের কাণ্ড দেখে তাজ্জব দোকানদার থেকে গোটা নেট দুনিয়া৷ ঘটনাটি তাইল্যান্ডের৷ একটি ভিডিওয় দেখা গিয়েছে, একটি স্মার্টফোনের

দোকানে ঢুকে কড়কড়ে নোটে দামী স্মার্টফোন বাগালেন কাগজ কুড়ানি যুবক

তাইল্যান্ড: দেখলে মনে হবে দুস্থ৷ ছেঁড়া-ফাটা পোশাক৷ নোংরা৷ হােত রাখা বস্তা৷ মনে হতেই পারে কাগজ কুড়ানি, কিংবা ভিখারি৷ কিন্তু, হাতে বস্তা নিয়ে মোবাইল ফোনের দোকানে সটান হাজির বছর ২৫-এর যুবক৷ দোকানে ঢুকে কড়কড়ে নোট গুনে কিনলেন দামি ফোন৷ এহেন যুবকের কাণ্ড দেখে তাজ্জব দোকানদার থেকে গোটা নেট দুনিয়া৷

ঘটনাটি তাইল্যান্ডের৷ একটি ভিডিওয় দেখা গিয়েছে, একটি স্মার্টফোনের দোকানে ঢুকছে ছেঁড়া-ফাটা পোশাক পরা এক যুবক৷ দেখে ভিখারি মনে হলেও হাতে থাকে বস্তা থেকে  কড়কড়ে নোট গুনে কিনে ফেললেন আস্ত একটি স্মার্টফোন৷ কোনওরকম দরাদরি না করেই নগদ টাকায় স্মার্টফোনটি কেনেন ওই যুবক৷ ওই স্মার্টফোন দোকানের মালিক গোটা ঘটনাটির ভিডিও তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ ব্যাস, ভিখারি যুবকের কাণ্ড ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ দোকানের মালিক পরে জানিয়েছেন, ওই ব্যক্তিকে আচমকা দোকানে ঢুকেন৷ বেশ কিছুক্ষণ ধরেই ফোন দেখতে দেখতে পছন্দ করে বসেন একটি দামী ফোন৷ ভাললাগা মাত্রই কিনে নেন সেটি৷ এমনকি দাম নিয়েও কোনওরকম দরাদরি না করেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *