চলতি বছর শেষে বন্ধ হচ্ছে WhatsApp পরিষেবা

কোন ডিভাইসগুলিতে সাপোর্ট দেওয়া হবে, সেই তালিকা প্রকাশ করেছে WhatsApp। এক ব্লগ পোস্টে প্রকাশিত এই তালিকা থেকে জানা গিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর Windows ফোন থেকে সাপোর্ট তুলে নেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। তবে এই ক্ষেত্রে সাপোর্ট বন্ধ অর্থে নতুন ফিচভার যোগ হওয়া বন্ধ নয়, Windows ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে না আর। সম্প্রতি প্রকাশিত

21230e40561000176e5c4815b8d5cb3a

চলতি বছর শেষে বন্ধ হচ্ছে WhatsApp পরিষেবা

কোন ডিভাইসগুলিতে সাপোর্ট দেওয়া হবে, সেই তালিকা প্রকাশ করেছে WhatsApp। এক ব্লগ পোস্টে প্রকাশিত এই তালিকা থেকে জানা গিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর Windows ফোন থেকে সাপোর্ট তুলে নেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। তবে এই ক্ষেত্রে সাপোর্ট বন্ধ অর্থে নতুন ফিচভার যোগ হওয়া বন্ধ নয়, Windows ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে না আর।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মার্কিন মেসেজিং কোম্পানিটি জানিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পরে Windows ফোন থেকে আর WhatsApp ব্যবহার করা যাবে না। অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে এই ফোনগুলিতে WhatsApp কাজ করবে না।

WhatsApp এর এক প্রতিনিধি জানিয়েছেন, “সম্প্রতি Windows মোবাইল অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Microsoft। জুন মাসে Windows ফোন এর জন্য শেষ আপডেট পাঠাবে WhatsApp। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত Windows ফোনে WhatsApp কাজ করবে।” ২০১৬ সালে Windows Phone7 এ সাপোর্ট বন্ধ করেছিল WhatsApp। এছাড়াও ব্লগ পোস্টে জানানো হয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে Android v2.3.7 বা তার পুরনো আর iOS 7 বা তার পুরনো ফোনে কাজ করবে না WhatsApp।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *