হোয়াটস্অ্যাপ গ্রুপের অত্যাচার রুখতে কড়া নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: অনুমতি ছাড়া হোয়াটস্অ্যাপ গ্রুপে যুক্ত করার গ্রাহকদের অভিযোগ পাওয়ার অবশেষে নড়েচড়ে বসেছে কেন্দ্র৷ সরকারের তরফে হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষকে বলা হয়েছে, কোনও ব্যক্তিকে কোনও গ্রুপে যুক্ত করার আগে তাঁর অনুমতি নেওয়ার জন্য নয়া ব্যবস্থা চালু করতে৷ কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে বিভিন্ন সরকারি সংস্থা এ ধরনের অভিযোগ জানানোর পরই মন্ত্রক বিষয়টি নিয়ে মেসেজিং প্ল্যাটফর্মটির সঙ্গে

হোয়াটস্অ্যাপ গ্রুপের অত্যাচার রুখতে কড়া নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: অনুমতি ছাড়া হোয়াটস্অ্যাপ গ্রুপে যুক্ত করার গ্রাহকদের অভিযোগ পাওয়ার অবশেষে নড়েচড়ে বসেছে কেন্দ্র৷ সরকারের তরফে হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষকে বলা হয়েছে, কোনও ব্যক্তিকে কোনও গ্রুপে যুক্ত করার আগে তাঁর অনুমতি নেওয়ার জন্য নয়া ব্যবস্থা চালু করতে৷ কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে বিভিন্ন সরকারি সংস্থা এ ধরনের অভিযোগ জানানোর পরই মন্ত্রক বিষয়টি নিয়ে মেসেজিং প্ল্যাটফর্মটির সঙ্গে আলোচনা করে৷ এই ঘটনা অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষকে চিঠি লেখে সরকার৷ তার উত্তরে সংস্থা জানায়, তাদের নীতি অনুযায়ী, কোনও ব্যক্তিকে গ্রুপে যুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রুপ অ্যাডমিন-এর কাছে ওই ব্যক্তির ফোন নম্বর থাকতেই হবে এবং যদি কোনও গ্রুপ থেকে কেউ দু’বার বেরিয়ে যান তবে তাঁকে তৃতীয়বার যোগ করা যায় না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =