প্রজাতন্ত্র দিবসে বড় অফার ঘোষণা এই টেলিকম সংস্থা

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড৷ নতুন প্ল্যানে BSNL গ্রাহকরা ২৬দিন ভ্যালিডিটি পাবেন৷ ২৬৯ টাকার প্ল্যানে থাকছে ২৬০০ মিনিট বিনামূল্যে কল করার সুবিধা৷ সঙ্গে থাকছে ২.৬GB ডেটা৷ ২৬ থেকে ৩১ জানুয়ারির মধ্যে রিচার্জ করলে মিলবে এই সুবিধা৷ এছাড়াও ৮৯৯ টাকায় ১৮০ দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে BSNL৷ ৮৯৯ টাকা

প্রজাতন্ত্র দিবসে বড় অফার ঘোষণা এই টেলিকম সংস্থা

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড৷ নতুন প্ল্যানে BSNL গ্রাহকরা ২৬দিন ভ্যালিডিটি পাবেন৷ ২৬৯ টাকার প্ল্যানে থাকছে ২৬০০ মিনিট বিনামূল্যে কল করার সুবিধা৷ সঙ্গে থাকছে ২.৬GB ডেটা৷ ২৬ থেকে ৩১ জানুয়ারির মধ্যে রিচার্জ করলে মিলবে এই সুবিধা৷

এছাড়াও ৮৯৯ টাকায় ১৮০ দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে BSNL৷ ৮৯৯ টাকা প্ল্যানে BSNL গ্রাহক দিনে ১.৫GB ডেটা ব্যবহার করতে পারবেন৷ সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা৷ দিনে ৫০টি SMS করা যাবে৷ কিন্তু, কিছুদিন আগেই ৯৯ টাকায় ২৪ দিন আনলিমিটেড কলিংয়ের প্ল্যান নিয়ে এসেছিল BSNL৷ ফলে, এবার একধাক্কায় ২৬৯ টাকার নয়া প্ল্যানের সাফল্য নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =