মালিক জেলে, তবুও ২০১৮ সালে স্মার্টফোন বিক্রিতে রেকর্ড করল এই সংস্থা

২০১৮ সালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল Huawei। এই বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রে Huawei প্রোডাক্ট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু দমিয়ে রাখা যায়নি চিনের কোম্পানিটিকে। সম্প্রতি এক বিবৃতিতে Huawei জানিয়েছে ২০১৮ সালে মোট ২০ কোটি ডিভাইস বিক্রি করেছে কোম্পানি। চিনের এক নম্বর প্রাইভেট কোম্পানি ও বিশ্বের দুই নম্বর স্মার্টফোন কোম্পানি Huawei। কোম্পানি জানিয়েছে গত বছরের থেকে ২০১৮ সালে

মালিক জেলে, তবুও ২০১৮ সালে স্মার্টফোন বিক্রিতে রেকর্ড করল এই সংস্থা

২০১৮ সালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল Huawei। এই বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রে Huawei প্রোডাক্ট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু দমিয়ে রাখা যায়নি চিনের কোম্পানিটিকে। সম্প্রতি এক বিবৃতিতে Huawei জানিয়েছে ২০১৮ সালে মোট ২০ কোটি ডিভাইস বিক্রি করেছে কোম্পানি।

চিনের এক নম্বর প্রাইভেট কোম্পানি ও বিশ্বের দুই নম্বর স্মার্টফোন কোম্পানি Huawei। কোম্পানি জানিয়েছে গত বছরের থেকে ২০১৮ সালে ৩০ শতাংশ বেশি ডিভাইস বিক্রি হয়েছে। কয়েকদিন আগেই প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছিল, ২০১৮ সালে বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রিতে Apple কে টেক্কা দিয়েছে Huawei। এখন Huawei এর সামনে শুধু Samsung।

কয়েকদিন আগেই কানাডায় গ্রেপ্তার হয়েছিলেন কোম্পানির প্রধান। এই ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে টানাপোড়েন তুঙ্গে। পরে জামিনে মুক্তি পেয়েছিলেন Huawei প্রধান। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে আস্ট্রেলিয়া, ব্রিটেন, ও নিউজিল্যান্ড 5G নেটওয়ার্কে Huawei ব্যবহারে নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। এছাড়াও এই মাসেই জাপান Huawei ও ZTE –র সব প্রোডাক্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল। সারা বিশ্বের একাধিক সরকার তাদের বিরুদ্ধে থাকলেও কোম্পানির বিশাল বৃদ্ধির খবর প্রকাশ করল Huawei। ২০১৮ সালে কোম্পানির সবথেকে জনপ্রিয় তিনটি স্মার্টফোন হল P20, Honor 10 আর Mate 20। নভেম্বর মাসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল বিশ্বব্যাপীস্মার্টফোন বাজারের 14 শতাংশ দখল করে রয়েছে Huawei। এই তালিকায় এক নম্বরে রয়েছে Samsung। বিশ্বের স্মার্টফোন বাজারে Samsung এর দখল ২০ শতাংশ। ইউরোপ ও চিনে বিশাল সাফল্য Huawei কে এই জায়গায় আসতে সাহায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =