জিওকে টেক্কা দিয়ে দিনে 3GB ডেটা দিচ্ছে এই সংস্থা

নয়াদিল্লি: জিওকে চ্যালেজ্ঞ জানিয়ে বাজারে নয়া অফার ছাড়াল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL৷ নতুন প্ল্যানে গ্রাহককে দিনে ৩.২ জিবি ডেটা দেওয়ার ঘোষণা ভারত সঞ্চার নিগম লিমিটেডের৷ ৩৯৯ টাকা রিচার্জ করলে গ্রাহকরা এই সুবিধা দেবে রাষ্ট্রায়াত্ব এই টেলিকম সংস্থা৷ এই প্ল্যানে ৭৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে৷ ৩৪৯ টাকা প্ল্যানে দিনে ১.৫ জিবি ডেটা দেয় জিও৷

জিওকে টেক্কা দিয়ে দিনে 3GB ডেটা দিচ্ছে এই সংস্থা

নয়াদিল্লি: জিওকে চ্যালেজ্ঞ জানিয়ে বাজারে নয়া অফার ছাড়াল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL৷ নতুন প্ল্যানে গ্রাহককে দিনে ৩.২ জিবি ডেটা দেওয়ার ঘোষণা ভারত সঞ্চার নিগম লিমিটেডের৷ ৩৯৯ টাকা রিচার্জ করলে গ্রাহকরা এই সুবিধা দেবে  রাষ্ট্রায়াত্ব এই টেলিকম সংস্থা৷ এই প্ল্যানে ৭৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে৷ ৩৪৯ টাকা প্ল্যানে দিনে ১.৫ জিবি ডেটা দেয় জিও৷ ৩৪৯ টাকায় জিওর প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন৷

৩৯৯ টাকা প্ল্যানে BSNL দিনে ৩.২ জিবি ডেটা দেবে বিএসএনএল৷ আগে এই প্ল্যানে দিনে  ১ জিবি  ডেটা পাওয়া যেত৷ এবার প্রতিদিন অতিরিক্ত ২.২১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন BSNL গ্রাহকরা৷ এই প্ল্যানের ভ্যালিটি ৭৪ দিন৷ অর্থাৎ ৩৯৯ টাকা প্ল্যানে মোট ২৩৭.৫৩ জিবি ডেটা ব্যবহার করা যাবে৷ তবে, অতিরিক্ত ডেটার এই অফারের সুবিধা পেতে ৩১ জানুরারির আগে রিচার্জ করাতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =