অবশেষে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে বিধি আনছে কেন্দ্র

নয়াদিল্লি: দীর্ঘ তর্ক-বিতর্ক, জল্পনা পর অবশেষে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র৷ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া বিধি আনার বিষয়ে সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছে কেন্দ্র সরকার৷ সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ মূলক মন্তব্য থেকে শুরু করে ফেক নিউজ, ট্রোলড ও দেশ-বিরোধী কার্যকলাপে কেন্দ্রকে বিধি আনার বিষয়ে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ সোশ্যাল মিডিয়ায় আধার

3 stocks recomended

নয়াদিল্লি: দীর্ঘ তর্ক-বিতর্ক, জল্পনা পর অবশেষে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র৷ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া বিধি আনার বিষয়ে সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছে কেন্দ্র সরকার৷

সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ মূলক মন্তব্য থেকে শুরু করে ফেক নিউজ, ট্রোলড ও দেশ-বিরোধী কার্যকলাপে কেন্দ্রকে বিধি আনার বিষয়ে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ সোশ্যাল মিডিয়ায় আধার সংযোগ সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টে উঠে মামলা৷ সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার বিদ্বেষ মূলক কার্যকলাপ ও দেশবিরোধী কাজকর্ম রুখতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন বিধি আনবে কেন্দ্র৷ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে এমনই জানিয়ে দেওয়া হয়েছে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

আগামী ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছে সংসদের সচিবালয়৷ এতদিন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতকালীন অধিবেশন চালিয়ে যাওয়া হত৷ কিন্তু এবার সেই সময়সীমা কিছুটা কমেয়ে আনা হয়েছে৷ মনে করা হচ্ছে, ওই অধিবেশনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ তার মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন অন্যতম৷ একইসঙ্গে সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশনে সোশ্যাল মিডিয়ায় নজরদারি সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র৷ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রুখতে সরকার কী কী ব্যবস্থা নেবে, তা চূড়ান্ত করতে পারে কেন্দ্র৷ ফলে সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণে কেন্দ্রের কী নীতি আনে এখন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *