'স্টারলিঙ্ক' সরাসরি টক্কর দিতে আসছে 'জিও'কে, ভারতে কী প্রভাব

মুম্বই: গায়ের জোরে কোনও যুদ্ধ নয়। তবে অন্য একটি ক্ষেত্রে সরাসরি টক্কর দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই লড়াইয়ে দুই প্রতিপক্ষ মুকেশ আম্বানি এবং এলন মাস্ক। ইন্টারনেট চালনার ভার আখেরে কার হাতে থাকবে তাই নিয়েই যত যুদ্ধ। হাই-স্পিড ইন্টারনেট দেওয়ার দৌড়ে আম্বানির 'জিও' টক্কর পেতে চলেছে মাস্কের 'স্টারলিঙ্ক' থেকে। আসলে ভারতে আসার জন্য সম্পূর্ণভাবে মনস্থির করে ফেলেছে এলনের সংস্থা। তবে আম্বানিরাও কিন্তু চুপ করে বসে নেই।
ভারতে এখনও পর্যন্ত স্যাটেলাইট ইন্টারনেট পুরো দমে শুরু হয়নি। তবে এখন থেকে বাজার গরম করার কাজ শুরু করে ফেলেছে 'জিও'। ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা আরও বেশি করে পোক্ত করতে কোমর বেঁধে নেমেছে আম্বানির সংস্থা। তাদের সঙ্গে আবার 'এয়ারটেল'ও আছে। তারাও চাইছে মাস্কের সংস্থাকে টক্কর দিতে। কিন্তু 'স্টারলিঙ্ক' ইতিমধ্যেই বিশ্বের বাজারে একটা ছাপ ছাড়ার চেষ্টা করছে। জানা গিয়েছে, এই মুহূর্তে মেক্সিকোতে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করেছে 'স্টারলিঙ্ক'। ওই দেশের সরকারের সঙ্গে ৯০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে সংস্থা আগামী ৩ বছরের জন্য।
মাস্কের সংস্থা ভারতেও এমন করলে অন্য সংস্থা যে চাপে পড়বে তা আন্দাজ করতেই পেরেছে আম্বানি গোষ্ঠী। তাই ইতিমধ্যেই তারা দেশের ১১৫টি শহরে চালু করে দিয়েছে জিও এয়ার ফাইবার। 'স্টারলিঙ্ক' আসার আগে ঘরে ঘরে জিও এয়ার ফাইবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা মুকেশ আম্বানির। তার জন্য এর দামও সস্তা রাখা হয়েছে। জানা গিয়েছে, এর প্ল্যান শুরু হচ্ছে ৫৯৯ টাকা দিয়ে যাতে সাড়ে ৫০০টি ডিজিটাল টিভি এবং নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম-সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।
মুম্বই: গায়ের জোরে কোনও যুদ্ধ নয়। তবে অন্য একটি ক্ষেত্রে সরাসরি টক্কর দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই লড়াইয়ে দুই প্রতিপক্ষ মুকেশ আম্বানি এবং এলন মাস্ক। ইন্টারনেট চালনার ভার আখেরে কার হাতে থাকবে তাই নিয়েই যত যুদ্ধ। হাই-স্পিড ইন্টারনেট দেওয়ার দৌড়ে আম্বানির 'জিও' টক্কর পেতে চলেছে মাস্কের 'স্টারলিঙ্ক' থেকে। আসলে ভারতে আসার জন্য সম্পূর্ণভাবে মনস্থির করে ফেলেছে এলনের সংস্থা। তবে আম্বানিরাও কিন্তু চুপ করে বসে নেই।
ভারতে এখনও পর্যন্ত স্যাটেলাইট ইন্টারনেট পুরো দমে শুরু হয়নি। তবে এখন থেকে বাজার গরম করার কাজ শুরু করে ফেলেছে 'জিও'। ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা আরও বেশি করে পোক্ত করতে কোমর বেঁধে নেমেছে আম্বানির সংস্থা। তাদের সঙ্গে আবার 'এয়ারটেল'ও আছে। তারাও চাইছে মাস্কের সংস্থাকে টক্কর দিতে। কিন্তু 'স্টারলিঙ্ক' ইতিমধ্যেই বিশ্বের বাজারে একটা ছাপ ছাড়ার চেষ্টা করছে। জানা গিয়েছে, এই মুহূর্তে মেক্সিকোতে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করেছে 'স্টারলিঙ্ক'। ওই দেশের সরকারের সঙ্গে ৯০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে সংস্থা আগামী ৩ বছরের জন্য।
মাস্কের সংস্থা ভারতেও এমন করলে অন্য সংস্থা যে চাপে পড়বে তা আন্দাজ করতেই পেরেছে আম্বানি গোষ্ঠী। তাই ইতিমধ্যেই তারা দেশের ১১৫টি শহরে চালু করে দিয়েছে জিও এয়ার ফাইবার। 'স্টারলিঙ্ক' আসার আগে ঘরে ঘরে জিও এয়ার ফাইবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা মুকেশ আম্বানির। তার জন্য এর দামও সস্তা রাখা হয়েছে। জানা গিয়েছে, এর প্ল্যান শুরু হচ্ছে ৫৯৯ টাকা দিয়ে যাতে সাড়ে ৫০০টি ডিজিটাল টিভি এবং নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম-সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।