ফেসবুকের সঙ্গে আধার লিংক মামলায় গুরুত্বপূর্ণ শুনানি

নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে সোশ্যাল মিডিয়া সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছিল কেন্দ্র৷ প্রতিবাদের ঝড় ওঠে৷ অভিযোগ, সরকারের এই নির্দেশে ব্যক্তির গোপনীয়তা খর্ব করবে৷ কেন্দ্রের নির্দেশে বিরুদ্ধে দেশের বিভিন্ন হাইকোর্টে মামলা দায়ের করেন বিভিন্ন জন৷ পরে ফেসবুক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করে৷ সেখানে বলা হয়, আধার কার্ডের সঙ্গে সোশ্যাল মেডিয়া লিঙ্ক সংক্রানত সব মামলা একত্রিত করতে হবে৷ মঙ্গলবার

3 stocks recomended

নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে সোশ্যাল মিডিয়া সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছিল কেন্দ্র৷ প্রতিবাদের ঝড় ওঠে৷ অভিযোগ, সরকারের এই নির্দেশে ব্যক্তির গোপনীয়তা খর্ব করবে৷ কেন্দ্রের নির্দেশে বিরুদ্ধে দেশের বিভিন্ন হাইকোর্টে মামলা দায়ের করেন বিভিন্ন জন৷ পরে ফেসবুক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করে৷ সেখানে বলা হয়, আধার কার্ডের সঙ্গে সোশ্যাল মেডিয়া লিঙ্ক সংক্রানত সব মামলা একত্রিত করতে হবে৷

মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত৷ নির্দেশে বলা হয়েছে, এই সংক্রান্ত সব মামলা একত্রিত করে শোনা হবে মামলা৷ মধ্যপ্রদেশে সোশ্যাল মিডিয়ার সঙ্গে আধার লিঙ্ক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে৷ সেগুলিকে একসঙ্গে শুনানি হবে৷ সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সরকারের নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কার্যকলাপ প্রতিরোধে নতুন বিজ্ঞপ্তি যেন পরের বছর জানুয়ারির মধ্যে শেষ করে ফেলা হয়৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

সেই রিপোর্ট জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে শীর্ষ আদালতের কাছে৷ এদিন তামিলনাড়ুর পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল সব মামলা সুপ্রিম কোর্টে হস্তান্তরের তীব্র বিরোধিতা করেন৷ জবাবে কেন্দ্রের পক্ষে আইনজীবী সলিসিটর জেনারেল তুশার মেহতা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এটা মোটেও গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে না৷ এই জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম রক্ষার স্বার্থেই করা হচ্ছে৷ বেনুগোপাল বিষয়টিতে হস্তক্ষেপ করে বলেন, সন্ত্রাসবাদীরা মোটেই গোপনীয়তার অধিকার দাবি জানাতে পারে না৷ বলা হয়েছে, এই সংক্রান্ত মামলার ২০২০ সালের জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে নথিভুক্ত হয়ে যায়৷ এরপর প্রধান বিচারপতির নির্দিষ্ট বেঞ্চের কাছে মামলাটি পাঠাবে বিচারের জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =