বাজারে আসতে চলেছে স্মার্টফোনের বেশ কিছু মডেল

বাজারে আসতে চলেছে স্মার্টফোনের বেশ কিছু মডেল

কলকাতা: এবার আরও কিছু বড় স্মার্টফোন সংস্থার আধিকারিকরা নতুন ফোন লঞ্চের ঘোষণা করেছেন৷ এর মধ্যে রয়েছে স্যামসং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ও জেড ফ্লিপ ৩ এবং জেড অস জেনফোন ৮, রিয়েলমি ফ্ল্যাশ৷ এখানেই শেষ নয়, আরও কিছু আকর্ষণীয় স্মার্টফোন ২০২১ সালের অগস্টে লঞ্চ হওয়ার কথা রয়েছে।

ভারতের বাজারে নতুন ফিচার যুক্ত বেশ কয়েকটি সেট লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ান সংস্থা স্যামসং৷ এর মধ্যে রয়েছে স্যামসং গ্যালাক্সি জেড ফোল্ড ৩, স্যামসং গ্যালাক্সি জেড জেড ফ্লিপ ৩, স্যামসং গ্যালাক্সি ওয়াচ ৪ এবং স্যামসং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ ৪৷ 

রিয়েলমি জেটি বিশ্বের অন্য দেশগুলিতে লঞ্চ হলেও, এই সিরিজের একটি সেটও ভারতে লঞ্চ হয়নি। এই সিরিজটিতে মোট ৪ ধরনের সেট রয়েছে। সেগুলো হল রিয়েলমি জেটি ৫জি, জিটি নিও, জিটি মাস্টার এডিশন এবং জিটি এক্সপ্লোর৷ ফ্ল্যাগশিপ সিরিজের ৪ ধরনের ফোনের ছবি নেট মাধ্যমে শেয়ার করে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ  জানতে চেয়েছেন কোনটা ভারতে লঞ্চ হলে ঠিক হবে।

রিয়েলমি ইন্ডিয়ার তরফে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং টেক যুক্ত রিয়েলমি ফ্ল্যাশ চালু করার কথাও ভাবা হচ্ছে। এর আগে গত বছর আইফোন ১২ সিরিজের অ্যাপল ম্যাগসেপ সেট দিয়ে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সুবিধা যুক্ত ফোন লঞ্চ হয়েছে। তবে অ্যানড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যাবে এবার রিয়েলমি ফ্ল্যাশে৷ তবে সেটটি লঞ্চ হওয়ার তারিখ জানা না গেলেও, খুব তাড়াতাড়ি এই ফোন বাজারে লঞ্চ হয়ে যাবে বলেই খবর।

নোকিয়া এক্সআর ২০ সেটটি বিশ্বের সব জায়গায় লঞ্চ করার পর এবার ভারতের বাজারে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে কবে তা ভারতে লঞ্চ করবে, তার দিনক্ষণ ঠিক হয়নি। এই ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়লেও কিছু হবে না, জল এবং ধুলো প্রতিরোধের ক্ষমতা সহ বিশেষ কিছু সুবিধা রিয়েলমি আরও একটি সেট ভারতের বাজারে আনতে চলেছে। জানা গিয়েছে রিয়েলমি ৮এস সিরিজের কয়েকটি ফোন এই মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রিয়েলমি ৮আই লঞ্চ হতে পারে বলেও জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + ten =