রূপকথার রাণু এখন গুগল সার্চের শীর্ষে, তুঙ্গে জনপ্রিয়তা

মুম্বই: এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রাণু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ কয়েক মাস আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাট প্ল্যাটফর্ম৷ এবার সেই রাণুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রাণুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা রাণু মণ্ডলের সাফল্যের মুকুটে এবার গুগল সার্চের তকমা৷ গুগলের দেওয়া

রূপকথার রাণু এখন গুগল সার্চের শীর্ষে, তুঙ্গে জনপ্রিয়তা

মুম্বই: এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রাণু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ কয়েক মাস আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাট প্ল্যাটফর্ম৷ এবার সেই রাণুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রাণুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা রাণু মণ্ডলের সাফল্যের মুকুটে এবার গুগল সার্চের তকমা৷

গুগলের দেওয়া তথ্য বলছে, ২০১৯ সালের গুগল সার্চে ‘মোস্ট সার্চে’র তালিকায় উঠে এসেছেন একদা ‘চালচুলোহীন’ রাণু মণ্ডলের নাম৷ চলতি বছরে গুগলে মোস্ট সার্চডের তালিকায় থাকা ব্যক্তিত্বদের মধ্যে বেশ প্রথম দিকে রয়েছে রাণুদেবী৷ রয়েছে সেলেবদের তালিকায়৷

গুগলে ‘মোস্ট সার্চে’র তালিকার শীর্ষে রয়েছেন বীর অভিনন্দন বর্তমান৷ এর পরেই রয়েছেন লতা মঙ্গেশকর৷ তাঁর স্বাস্থ্য সংক্রান্ত খোঁজ নিতে সব থেকে বেশি তাঁর নামে গুগল সার্চ করা হয়েছে৷ তালিকায় রয়েছেন যুবরাজ সিং৷ ১০ জুন যুবির অবসরের ঘোষণা পর থেকে গুগলে তাঁর খোঁজ শুরু করেছেন নেটিজেনরা৷

তালিকায় রয়েছেন আনন্দ কুমার৷ ‘সুপার ৩০’ ছবি বাজারে আসার পর থেকেই শিক্ষক আনন্দ কুমারের সন্ধান শুরু করেছেন দেশের জনতা৷ এরপর রয়েছেন ভিকি কৌশল৷ ‘উরি’ ছবির পর থেকে তরুণীদের মনে ঝড় তুলেছেন এই অভিনেতা৷ ঋষভ পন্থও রয়েছেন গুগলের তালিকায়৷ তাঁর পারফর্ম নিয়েও শুরু হয়েছে ওয়েব দুনিয়ায় খোঁজ৷

তালিকায় আছেন বিগবস ১৩-এর প্রতিযোগী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা৷ রয়েছেন বঙ্গসুন্দরী কোয়েনা মিত্র৷ চিনিও বিগবস ১৩-র প্রতিযোগী৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =