র‍্যানসামওয়্যার কী? কীভাবে হ্যাকাররা হামলা চালাতে পারে আপনার কম্পিউটারে

কলকাতা: সাইবার দুনিয়ায় প্রতি পদে বিছানো রয়েছে ফাঁদ৷ যে কোনও মুহূর্তে সাইবার হুমকির মুখে পরতে পারেন আপনিও৷ এমনই একটি হুমকির নাম র‍্যানসামওয়্যার৷ সম্প্রতি র‍্যানসামওয়্যার হামলার…

কলকাতা: সাইবার দুনিয়ায় প্রতি পদে বিছানো রয়েছে ফাঁদ৷ যে কোনও মুহূর্তে সাইবার হুমকির মুখে পরতে পারেন আপনিও৷ এমনই একটি হুমকির নাম র‍্যানসামওয়্যার৷ সম্প্রতি র‍্যানসামওয়্যার হামলার মুখে পড়েছে দেশের ৩০০টি ছোট ব্যাঙ্ক৷ এখন প্রশ্ন হল র‍্যানসামওয়্যার কী?

 

বিশেষজ্ঞরা বলছেন, এটি একধরনের ডিজিটাল অপহরণ। র‍্যানসামওয়্যার এক ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যার যা আপনার কম্পিউটার বা নেটওয়ার্কে আক্রমণ চালিয়ে যাবতীয় ডেটা বা ফাইল এনক্রিপ্ট করে নিতে পারে। পরবর্তী ধাপে এনক্রিপ্ট করা তথ্য এবং অ্যাকসেস ফেরানোর জন্য মুক্তিপণ দাবি করে থাকে। ফাইল ও নথিপত্র আবার আনলক করার জন্য অর্থ দাবি করাই র‍্যানসামওয়্যার-এর টেকনিক৷

 

র‍্যানসামওয়্যার সাধারণত ই-মেই অ্যাটাচমেন্ট, সন্দেহজনক লিঙ্ক অথবা দুর্বল সিকিউরিটি বিশিষ্ট সফটওয়্যার বা সিস্টেমের মাধ্যমে গ্রাহকের কম্পিউটারে ঢুকে পড়তে পারে৷ এর জন্য আগে থেকে ইউজারদের সতর্ক থাকতে হবে৷  ইমেইলে আসা অজানা কোনও লিঙ্ক বা অ্যাটাচমেন্টে ক্লিক করার আগে সাবধান থাকুন৷ সন্দেহজনক সোর্স থেকে সফটওয়্যার ডাউনলোড করা এড়িয়ে চলুন।

 

শুধু ব্যাঙ্ক বা সরকারি-বেসরকারি অফিসেই নয়৷ সাইবার হামলা হতে পারে আপনার ব্যক্তিগত কম্পিউটারেও৷
অন্য সাইবার হামলার মতোই ব়্যানসামওয়্যার উজারদের ইমেল হ্যাক করে নেয়৷ হামলায় সক্ষম এমন সফটওয়্যার দিয়ে কম্পিউটারে ঢুকে পড়ে হামলাকারীরা৷ দুর্বল ও ত্রুটিপূর্ণ সফটওয়্যারও হ্যাকারদের কাছে সুবর্ণ সুযোগ এনে দেয়৷ একবার কম্পিউটার সিস্টেমে ঢুকে গেলে হ্যাকাররা আপনার মূল্যবান নথি, ইমেল ও অন্যান্য প্রয়োজনীয় ফাইল খুঁজে এনক্রিপ্ট করে সেগুলো অকেজো করে দেয়৷ এর পর পণ চেয়ে নোট ছেড়ে দেয়৷ অর্থ না পেলে ফাইলগুলো অকেজো অবস্থাতেই থেকে যায়৷ অধিকাংশ সময় অপরাধীরা ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দাবি করে থাকে, যার হদিশ পাওয়া খুবই মুশকিল হয়ে ওঠে৷

অনেক সময় আবার তথ্য এনক্রিপ্ট করার আগে হ্যাকাররা সেগুলি চুরি করে নেয় এবং তা ফাঁস করার হুমকি দেয়৷ ব়্যানসামওয়্যারের হাত থেকে বাঁচতে সমস্ত তথ্যের ব্যাকআপ রাখা যেতে পারে৷ যাতে সেগুলি দ্রুত অনলাইনে ফিরিয়ে আনা সম্ভব হয়৷ তবে সেক্ষেত্রেও ঝক্কি কম নয়৷