গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Realme X। সোমবার চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ভারতে Realme X লঞ্চের খবর জানিয়েছেন Realme প্রধান মাধব শেঠ। গত সপ্তাহে ট্যুইটারে মাধব জানিয়েন শীঘ্রই ভারতে আসবে এই স্মার্টফোন। তবে নির্দিষ্ট কোন দিন জানাননি তিনি৷ এবার লঞ্চের আগেই ভারতে Realme X ফোনের দাম জানা গেল।
তবে ভারতে Realme X ফোনে অন্য ফিচার ও স্পেসিফিকেশন ব্যবহার হতে পারে। এখনও নির্দিষ্ট দিন জানা না গেলেও মনে করা হচ্ছে, আগামী মাসে ভারতে আসবে এই Realme স্মার্টফোন৷ ১৮ হাজার টাকা থেকে ভারতে Realme X এর দাম শুরু হবে। এছাড়াও মাধব জানিয়েছেন শুধুমাত্র ভারতের জন্য একটি বিশেষ রঙে লঞ্চ হবে Realme X৷ চিনে Realme X ফোনের প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৩৭৬৫ mAh ব্যাটারি।
চিনে Realme X এর দাম শুরু হচ্ছে ১৪৯৯ ইউয়ান৷ প্রায় ১৫৪০০ টাকা থেকে৷ ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। ২০ মে চিনে বিক্রি শুরু হবে Realme x। শীঘ্রই ভারতে আসছে এই ফোন৷
Realme X-এ থাকছে ডুয়াল সিম৷ Android 9.0 Pie অপারেটিং সিস্টেম৷ এই ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, ৮GB পর্যন্ত RAM আর ১২৮GB পর্যন্ত স্টোরেজ। ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা৷ ক্যামেরাইয় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার৷ সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা৷