গান শোনার জনপ্রিয় অ্যাপ এখন ভাইরাসের কবলে, সাবধান!

নয়াদিল্লি: সংস্থার ভুলের কারণে শিরোনামে উঠে এল VLC মিডিয়া প্লেয়ার সফটওয়্যার৷ সম্প্রতি VLC মিডিয়া প্লেয়ারে সুরক্ষায় বড়সড় গাফিলতি দেখা গিয়েছে৷ আর তার জেরেই ব্যবহারকারীদের ফোন ও কম্পিউটারে সহজেই ঢুকে পড়ছে ম্যালওয়ার৷ এর ফলে কম্পিউটারে সার্ভিস অ্যাটাক, ফাইল করাপ্ট করে দেওয়া ও তথ্য চুরির মতোর ঘটনা ঘটে যেতে পারে৷ সিইআরটি ব্যান্ড নামের একটি সংস্থা প্রথম VLC

গান শোনার জনপ্রিয় অ্যাপ এখন ভাইরাসের কবলে, সাবধান!

নয়াদিল্লি: সংস্থার ভুলের কারণে শিরোনামে উঠে এল VLC মিডিয়া প্লেয়ার সফটওয়্যার৷ সম্প্রতি VLC মিডিয়া প্লেয়ারে সুরক্ষায় বড়সড় গাফিলতি দেখা গিয়েছে৷ আর তার জেরেই ব্যবহারকারীদের ফোন ও কম্পিউটারে সহজেই ঢুকে পড়ছে ম্যালওয়ার৷ এর ফলে কম্পিউটারে সার্ভিস অ্যাটাক, ফাইল করাপ্ট করে দেওয়া ও তথ্য চুরির মতোর ঘটনা ঘটে যেতে পারে৷

সিইআরটি ব্যান্ড নামের একটি সংস্থা প্রথম VLC তে বড়সড় গালদ রয়েছে বলে দাবি করে৷ একটি রিপোর্ট প্রকাশ করে জানানো হয়, VLC ব্যবহার করে একটি কম্পিউটারে খুব সহজেই তথ্য চুরি করেছেন সুরক্ষা বিশেষজ্ঞরা৷ তবে এখনও এই গাফিলতি হ্যাকাররা কাজে লাগিয়েছে কী না জানা যায়নি৷ Windows, UNIX আর Linux অপারেটিং সিস্টেমের VLC সুরক্ষা গাফিলতি দেখা গিয়েছে বলে জানা গিয়েছে৷ এই মুহূর্তের ৩০০ কোটি ইউজার এই VLC অ্যাপ ব্যবহার করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =