দেশে লঞ্চ হল POCO M6 Plus 5G, রয়েছে দুর্দান্ত সব ফিচার্স, জানেন দাম কত?

কলকাতা: ভারতের বাজারে সারা জাগিয়ে লঞ্চ করল পোকো এম৬ প্লাস ৫জি স্মার্টফোন৷  দ্রুত গতির প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ এই ফোনে রয়েছে একাধিক দুর্দান্ত…

কলকাতা: ভারতের বাজারে সারা জাগিয়ে লঞ্চ করল পোকো এম৬ প্লাস ৫জি স্মার্টফোন৷  দ্রুত গতির প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ এই ফোনে রয়েছে একাধিক দুর্দান্ত সব ফিচার্স। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ফোনের বিক্রি। গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার-এই তিনটি রঙে মিলবে পোকো এম৬ প্লাস ৫জি স্মার্টফোন৷

 

আগে দেখে নেওয়া যাক পোকো এম৬ প্লাসে কী কী ফিচার্স রয়েছে-

এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে স্ক্রিন। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন এ ২এ প্রসেসর। পোকো এম৬ প্লাসে সর্বাধিক ৮ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ সিস্টেম মিলবে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো যাবে৷ পাশাপাশি এই স্মার্ট ফোনে রয়েছে ৮ জিবি ভার্চুয়াল ব়্যাম।

ক্যামেরা-পোকো এম৬ প্লাস স্মার্ট ফোনের মূল আকর্ষণ এর ক্যামেরা। পিছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

 

ব্যাটারি ব্যাকআপ- ৫,০৩০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি ছাড়াও রয়েছে এই ফোনে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।

এখন দেখে নেওয়া যাক পোকো এম৬ প্লাস এর দাম কত-

স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট বাজারে আসতে চলেছে৷ একটি ৬ জিবি + ১২৮ জিবি, অপরটি ৮ জিবি + ১২৮ জিবি। যার দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। টপ মডেলের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা। আগামী ৫ অগাস্ট থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হবে এই ফোনের সেল। প্রথম দিনে ফোন কিনলে পেয়ে যাবেন হাজার টাকা ইনস্ট্যান্ট ছাড়। ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে প্রায় ২,৫০০ টাকা ছাড় পেতে পারেন আপনি৷