৪০% বাড়ল ফোনের মাসুল, বর্ধিত প্ল্যানে কী মিলবে? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: এক লক্ষ কোটি ভারতীয়কে ফোনে কথা বলার জন্য ৪০ শতাংশ বা তারও বেশি মাশুল গুনতে হবে৷ বেসরকারি টেলিকম সংস্থার ইনফোকম ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহকদের কল চার্জ ও ডাটা প্যাকের বর্ধিত মূল্য কার্যকর হচ্ছে আজ থেকেই৷ ২০১৬-র পর এই প্রথম ব্যয়বহুল হচ্ছে ভারতে প্রথম সারির এই তিনটি টেলিকম পরিষেবা৷ দেশের অর্থনৈতিক মন্দার প্রভাবে

৪০% বাড়ল ফোনের মাসুল, বর্ধিত প্ল্যানে কী মিলবে? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: এক লক্ষ কোটি ভারতীয়কে ফোনে কথা বলার জন্য ৪০ শতাংশ বা তারও বেশি মাশুল গুনতে হবে৷ বেসরকারি টেলিকম সংস্থার ইনফোকম ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহকদের কল চার্জ ও ডাটা প্যাকের বর্ধিত মূল্য কার্যকর হচ্ছে আজ থেকেই৷ ২০১৬-র পর এই প্রথম ব্যয়বহুল হচ্ছে ভারতে প্রথম সারির এই তিনটি টেলিকম পরিষেবা৷ দেশের অর্থনৈতিক মন্দার প্রভাবে লোকসান কাটিয়ে উঠতেই টেলিকম সংস্থাগুলি কত মাস থেকেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল৷

অন্য নেটওয়ার্কে কথা বলার ক্ষেত্রে প্রত্যেক কলের জন্য মিনিটে ৬ পয়সা করে আলাদা আলাদা কল চার্জ নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল ভোডাফোন৷ রবিবারই প্রিপেইড গ্রাহকদের জন্য বর্ধিত তারিখ ঘোষণা করেছে ভোডাফোন আইডিয়া যা ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে৷

ভারতীয় গ্রাহকদের কাছে জনপ্রিয় আনলিমিটেড প্রিপেইড প্যাক এর ক্ষেত্রে ভোডাফোন আইডিয়ার ২৮ দিনের ভ্যালিডিটি সহ চারটি প্ল্যান হল ১৪৯ টাকা,২৪৯ টাকা, ২৯৯ টাকা এবং ৩৯৯ টাকা৷ ডাটা অ্যালাওয়েন্স এবং এসএমএস কোটা ছাড়া প্রতিটি প্ল্যানে প্রায় একই রকম সুবিধা পাবেন গ্রাহকরা৷

আনলিমিটেড প্রিপেড প্যাক এর ক্ষেত্রে ৮৪ দিনের ভ্যালিডিটি সহ ৩টি প্ল্যান হল ৩৭৯ টাকা, ৫৯৯ টাকা এবং ৬৯৯ টাকা৷ এক্ষেত্রেও ডাটা অ্যালাওয়েন্স ও এসএমএস কোটা ছাড়া প্রতিটি প্ল্যানে প্রায় একই রকম সুবিধা পাবেন গ্রাহকরা৷

আনলিমিটেড প্রিপেড প্যাকের ক্ষেত্রে একবছরের ভ্যালিডিটি সহ দুটি প্ল্যান হলো ক্রমান্বয়ে ১,৪৯৯ টাকা এবং ২,৩৯৯ টাকা৷ এছাড়াও এই প্রথম ভোডাফোনের নিজস্ব নেটওয়ার্কের জন্য ৩ দিনের ভ্যালিডিটি সহ একটি আনলিমিটেড প্যাক শুরু করছে এই টেলিকম সংস্থা যেখানে ১৯ টাকায় ১৫০এমবি ডাটা ও ১০০ টি এসএমএস এর সুবিধা থাকবে৷

আনলিমিটেড প্যাক ছাড়াও ভোডাফোন আইডিয়ার ২৮ দিনের দুটি কম্বো প্যাক হল যথাক্রমে ৪৯ টাকা ও ৭৯ টাকার৷ ৪৯ টাকার কম্বো ভাউচারের থাকছে ৩৮ টাকার টকটাইম এবং ১০০এমবি ডাটা ও প্রতি সেকেন্ডে ২.৫ পয়য়সা ট্যারিফ চার্জ৷ ৭৯ টাকা কম্বো ভাউচারে থাকছে ৬৪ টাকা টকটাইম ২০০ এমবি ডাটা এবং প্রতি সেকেন্ডে ১ পয়সা করে ট্যারিফ চার্জ৷

ভোডাফোন গ্রাহকদের, ভোডাফোন থেকে ভোডাফোন, ভোডাফোন থেকে আইডিয়া এবং একইভাবে বিপরীতক্রমে কলের ক্ষেত্রে একই নেটওয়ার্কের আওতায় থাকবেন৷ অন্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে মিনিটে পয়সা করে চার্জ দিতে হবে৷

ভোডাফোন এয়ারটেল এর পাশাপাশি আগের থেকে ৪০ শতাংশ বেশি দামে ‘অল ইন ওয়ান’ প্ল্যান আনছে মুকেশ আম্বানির কোম্পানিও৷ ৬ ডিসেম্বর, শুক্রবার থেকে নতুন প্ল্যান কার্যকর হবে৷ তবে বর্ধিত প্ল্যানের তালিকা এখনও প্রকাশ করেনি রিলায়েন্স জিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =