নয়াদিল্লি: অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত মাশুল অর্থাৎ আইইউসি নিয়ে একমাসের মধ্যেই নিজেদের অবস্থান জানাতে পারে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই৷ তার আগেই নিজেদের ট্যারিফ রেট বাড়ানোর ইঙ্গিত দিল ভারতীয় দুই বৃহত্তর টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেল৷ সোমবার ওই দুই সংস্থা জানিয়েছে, গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দিতে ১ ডিসেম্বর থেকে উপযুক্ত পরিমাণে মাসুল বাড়ানো হবে৷
সরকারের উচ্চ হারে করের বোঝা সঙ্গে সুপ্রিম কোর্টের বকেয়া লাইসেন্স, জোড়া ধাক্কায় নাভিঃশ্বাস উঠেছে এই দুই সংস্থার৷ ব্যবসা লাটে ওঠার আগে তাই কিছুটা ঝুঁকি নিয়েই সামনের মাস থেকেই একসাথে তাদের ট্যারিফ রেট বাড়ানোর সিদ্ধান্ত৷ যদিও এই বর্ধিত রেট কত হবে সেবিষয়ে কিছুই জানানো হয়নি সংস্থাদুটির তরফে৷
এই মুহূর্তে বিশ্বে সবথেকে কম পয়সায় মোবাইল পরিষেবার সুবিধা পায় একমাত্র ভারতের গ্রাহকেরা৷ কিন্তু ব্যাবসায় বড়সড় লোকসানের মুখে পড়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে দুটি সংস্থাকেই৷ ইতিমধ্যেই সেক্ষেত্রে রিলায়েন্স জিও আগে থেকেই এবিষয়ে সম্পূর্ণ অসম্মতি জানিয়েছে৷ যদিও অক্টোবর থেকে নিজেরাই অন্য নেটওয়ার্কে কলের জন্য ৬ পয়সা আইইউসি চার্জ নিচ্ছে তারা৷ তবে তা ট্রাইয়ের সিদ্ধান্ত মেনেই বলে জানিয়েছে জিও৷
২০১৭-র অক্টোবরে আইইউসি চার্জ ৫৭ শতাংশ কমিয়ে মিনিটে ৬ পয়সা করে ট্রাই৷ তখন থেকেই বেঁকে বসেছিল জিও৷ এই পরিষেবা বিনামূল্যে করার দাবিও জানিয়ে আসছিল তারা৷ ট্রাই এই দাবি মেনে নিলে তারাও এই অতিরিক্ত চার্জ বন্ধ করে দেবে বলেই জানিয়েছে জিও৷ তবে জিও-র এই মতে সায় দেয়নি ভোডাফোন ও এয়ারটেল৷ পাশাপাশি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে আবারও কেন্দ্রের দ্বারস্থ দুই সংস্থা আর্থিক সাহায্যের আর্জিও জানিয়েছে৷
টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআই বকেয়া মেটানোর প্রক্রিয়া তিন বছর স্থগিত রাখার আর্জি জানিয়েছে৷ সংস্থাগুলির লাইসেন্সের মেয়াদ ১০ বছর বাড়িয়ে, তত দিন পর্যন্ত তা পরিশোধের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে সংগঠন৷