এবার Google-কে ব্লক করার হুমকি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে ব্লক করার হুমকি দিল রাশিয়া। আইন না মানায় ক্রেমলিনের তরফে এই হুমকি দেওয়া হয়েছে। বুধবার কমিউনিকেশনস ওভারসাইট এজেন্সির প্রধান ভিতালি সবোতিনের এক বিবৃতি উল্লেখ করে রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, ওয়েবসাইট আইন না মেনে চললে গুগলের মতো সার্চ ইঞ্জিন সংস্থাগুলিকে নিষিদ্ধ করা হতে পারে। গত সেপ্টেম্বর মাসে ইন্টারনেট সংস্থাগুলির উপর বিধিনিষেধ চাপাতে

এবার Google-কে ব্লক করার হুমকি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে ব্লক করার হুমকি দিল রাশিয়া। আইন না মানায় ক্রেমলিনের তরফে এই হুমকি দেওয়া হয়েছে। বুধবার কমিউনিকেশনস ওভারসাইট এজেন্সির প্রধান ভিতালি সবোতিনের এক বিবৃতি উল্লেখ করে রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, ওয়েবসাইট আইন না মেনে চললে গুগলের মতো সার্চ ইঞ্জিন সংস্থাগুলিকে নিষিদ্ধ করা হতে পারে। গত সেপ্টেম্বর মাসে ইন্টারনেট সংস্থাগুলির উপর বিধিনিষেধ চাপাতে আইন পাশ করে রাশিয়া। দেশের পক্ষে ক্ষতিকারক, এমন বিষয়বস্তু যাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়তে না পারে, তা আটকাতেই সচেষ্ট হয় সরকার। যে কারণে ইউক্রেনের সংবাদ সংস্থাকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। এছাড়া সার্চ ইঞ্জিন সংস্থাগুলিকে ক্ষতিকারক বিষয়বস্তু সাইট থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যারা নির্দেশ মানেনি তাদের ব্লক করার কথা ভাবছে মস্কো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =