দুর্দান্ত ফিচার্স নিয়ে লঞ্চ করল নাথিং ফোন ২এ প্লাস, এই মডেলের দাম কত জানেন?

কলকাতা: একগুচ্ছ ফিচার্স সহ ভারতের বাজারে লঞ্চ করল নাথিং ২এ প্লাস (Nothing 2A+) ফোন৷ এর মূল বৈশিষ্ট্যগুলো হল- ডিজাইন: ফোনটির ডিজাইন বেশ ইউনিক, যা “নাথিং”…

কলকাতা: একগুচ্ছ ফিচার্স সহ ভারতের বাজারে লঞ্চ করল নাথিং ২এ প্লাস (Nothing 2A+) ফোন৷ এর মূল বৈশিষ্ট্যগুলো হল-

ডিজাইন: ফোনটির ডিজাইন বেশ ইউনিক, যা “নাথিং” ব্র্যান্ডের সাধারণ বৈশিষ্ট্য। এটি স্বচ্ছ প্যাটার্ন এবং লাইটিং ইফেক্ট সহ আসে যা ফোনের পিছনে দেখা যায়।

ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুললি এইচডি+ AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: নাথিং ফোন ২এ প্লাস মডেলে রয়েছে ৪এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রো ৫জি প্রসেসর। সর্বাধিক ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ মিলবে।

ক্যামেরা: নাথিং ফোন ২এ প্লাস মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকছে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে। থাকবে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

ব্যাটারি: ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০ এমএএইচ এবং ৫০ ওয়াট ফাস্ট চার্জিং দেবে৷

স্টোরেজ: ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন এবং ৮ জিবি র‍্যাম।

অপারেটিং সিস্টেম: Android ১৪-র উপর ভিত্তি করে Nothing OS ব্যবহার করা হয়েছে।

অতিরিক্ত বৈশিষ্ট্য: এটি ৫জি সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট, ও নিকটবর্তী সেন্সরগুলির সঙ্গে আসে।

স্মার্টফোনের কানেক্টিভিটির জন্য রয়ের ৫জি, ৪জি, ব্লুটুথ ৫.৩ ইত্যাদি। এছাড়াও তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই স্মার্টফোনে।

এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ ককরা হয়েছএ। ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য খরচ পড়বে ২৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবির জন্য লাগবে ৩১,৯৯৯ টাকা।