ফের ব্যাটারির কামাল দেখাল Nokia, বাজারে এল নয়া ফোন

নয়াদিল্লি: মে মাসের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল Nokia 4.2। মঙ্গলবার দুপুরে ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.2। এই ফোনে রয়েছে ৪০০০ mAh ব্যাটারি। এক চার্জে দুই দিন চলবে Nokia 3.2, জানিয়েছে সংস্থা৷ এই সপ্তাহে ভারতে বিক্রি শুরু হবে এই বাজেট স্মার্টফোন৷ Nokia 3.2: ২GB RAM আর ১৬GB স্টোরেজে Nokia 3.2-এর দাম ৮৯৯০টাকা। ৩GB RAM আর ৩২GB

ফের ব্যাটারির কামাল দেখাল Nokia, বাজারে এল নয়া ফোন

নয়াদিল্লি: মে মাসের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল Nokia 4.2। মঙ্গলবার দুপুরে ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.2। এই ফোনে রয়েছে ৪০০০ mAh ব্যাটারি। এক চার্জে দুই দিন চলবে Nokia 3.2, জানিয়েছে সংস্থা৷ এই সপ্তাহে ভারতে বিক্রি শুরু হবে এই বাজেট স্মার্টফোন৷

Nokia 3.2: ২GB RAM আর ১৬GB স্টোরেজে Nokia 3.2-এর দাম ৮৯৯০টাকা। ৩GB RAM আর ৩২GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে ১০,৭৯০ টাকা। কালো ও স্টিল রঙে পাওয়া যাবে Nokia 3.2। ২৩ মে Nokia অনলাইন স্টর আর সারা দেশের অফলাইন রিটেল স্টরগুলিতে বিক্রি শুরু হবে এই ফোন৷

Vodafone Idea গ্রাহকরা নতুন Nokia 3.2 কিনলে সঙ্গে ২৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন৷ ৫০টি ৫০টাকা ভাউচার দেওয়া হবে গ্রাহককে। পরে ১৯৯টাকা বা তার বেশি রিচার্জে এই কুপন রিডিম করা যাবে। এছাড়াও রিটেল স্টোরে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। ১৫জুন পর্যন্ত চলবে এই অফার।

Nokia ওয়েবসাইট থেকে Nokia 3.2 কেনার সময় LAUNCHGIFT প্রোমো কোড ব্যবহার করে ১ হাজার টাকার গিফট কার্ড পাওয়া যাবে। পরে এই ওয়েবসাইট থেকে কেনাকাটায় এই গিফট কার্ড রিডিম করা যাবে৷ এছাড়াও ফোন কেনার ছয় মাসের মধ্যে ফোনের ডিসপ্লেতে কোন সমস্যা হলে তা বদলে দেবে কোম্পানি। Nokia 3.2 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Nokia 3.2 ফোনে থাকবে একটি ৬.২৬ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, ৩GB RAM আর ৩২GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে ৪ হাজার mAh ব্যাটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 5 =