+84, +62, +60, +1 নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল? ভুল করেও ধরবেন না

কলকাতা: যতদিন এগোচ্ছে সাইবার ক্রাইমের সংখ্যাও বেড়ে চলেছে। দিনদিন আরও যেন নতুন নতুন পন্থা অবলম্বন করছে স্ক্যামাররা। এবার তারা নিশানা করেছে হোয়াটসঅ্যাপকে। বিচিত্র সব নম্বর থেকে ওই মাধ্যমে আসছে ভয়েস কল, ভিডিও কল। সেই কল যদি আপনি রিসিভ করে নিয়েছেন তো ভুগতে হবে। তাই ভুল করেও এমন কোনও কল রিসিভ করবেন না কেউ। খোদ হোয়াটসঅ্যাপ সংস্থা থেকেও এই বার্তা দেওয়া হচ্ছে।
+84, +62, +60, +1... এইসব নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল আসছে আপনার? যদি এসে থাকে তাহলে এখনই সতর্ক হন। কোনও ভাবেই এই কলগুলি রিসিভ করবেন না। কারণ, এটা একটা স্ক্যাম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে ঠকিয়ে তাদের টাকা হাতিয়ে নেওয়ার আরও একটা চক্রান্ত এটি। জানা গিয়েছে, এই নম্বরগুলি মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম এবং ইথিওপিয়ার মতো দেশের। তা থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কল পাচ্ছেন। কেউ দিনে একবার আবার কেউ দিনে ৩-৪ বার কল পাচ্ছেন। ভয়েস কলের পাশাপাশি ভিডিও কলও করা হচ্ছে। তাই অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে।
এই স্ক্যামের পিছনে কারা আছে, কীভাবে ভুয়ো আন্তর্জাতিক নম্বর থেকে ফোনগুলি আসছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে সতর্কতা অবলম্বন করে অচেনা কলারের কাছ থেকে পাওয়া কোনও মেসেজ বা লিংকে ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রে এইসব নম্বরে মহিলাদের ছবি (ডিসপ্লে পিক) ব্যবহার করা হচ্ছে। তা দেখে অনেকে এই নম্বরে পাল্টা কল করছেন বা মেসেজ করছেন। ব্যস, তাতেই যা হওয়ার হয়ে যাচ্ছে। তাই সাবধান থাকুন।