বাজারে এল TVS Radeon 110-এর নতুন বাইক

দুটি নতুন রঙে লঞ্চ হল । টাইটেনিয়াম গ্রে ও ভলকানো রেড রঙে পাওয়া যাবে এই বাইক৷ গত বছর অগাস্ট মাসে লঞ্চের সময় TVS Radeon 110 বাইকের দাম ছিল ৪৮৪০০ টাকা। তবে এখন এই বাইক কিনতে লাগবে ৫০০৭০টাকা৷ গত বছর অগাস্ট মাসে মেটাল ব্ল্যাক, পার্ল হোয়াইট, রয়্যাল পার্পেল আর গোল্ডেন বিজ রঙে লঞ্চ হয়েছিল এই বাইক৷

বাজারে এল TVS Radeon 110-এর নতুন বাইক

দুটি নতুন রঙে লঞ্চ হল । টাইটেনিয়াম গ্রে ও ভলকানো রেড রঙে পাওয়া যাবে এই বাইক৷ গত বছর অগাস্ট মাসে লঞ্চের সময় TVS Radeon 110 বাইকের দাম ছিল ৪৮৪০০ টাকা। তবে এখন এই বাইক কিনতে লাগবে ৫০০৭০টাকা৷

বাজারে এল TVS Radeon 110-এর নতুন বাইকগত বছর অগাস্ট মাসে মেটাল ব্ল্যাক, পার্ল হোয়াইট, রয়্যাল পার্পেল আর গোল্ডেন বিজ রঙে লঞ্চ হয়েছিল এই বাইক৷  TVS Radeon এ রয়েছে একটি ১০৯.৭ cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। তিন ভাল্ভ, এয়ারকুলড এই ইঞ্জিনে ৮.৩ bhp শক্তি আর ৮.৭ Nm টর্ক পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এক লিটার পেট্রলে ৬৯.৩ কিমি রাস্তা সফর করতে পারবে নতুন TVS Radeon। থাকছে সিঙ্ক্রোনাইজড ব্রেকিং সিস্টেম৷ এর ফলে বাইক স্কিড করার প্রবনতা কমে যাবে। প্রথম বছরে ২ লক্ষ Radeon বিক্রির লক্ষমাত্রা রাখা হয়৷ Hero Splendor বাইকের সঙ্গে বাজারে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে এই বাইক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =