Aajbikel

হঠাৎ বিটকেল আওয়াজ, ফোনে অদ্ভুত মেসেজ! ভয়ের কিছু নয় তো

 | 
phn

কলকাতা: সারাদিনে মোবাইল ফোনে কত কিছু মেসেজই না আসে। বারবার ফোন বেজে ওঠে। কিন্তু আজকের ফোন বেজে ওঠা একদম অন্য রকম। বেলার দিকে হঠাৎ একই সঙ্গে বহু মানুষের ফোন বেজে উঠেছে একটি 'ফ্ল্যাশ মেসেজ'-এ। মেসেজের সঙ্গে বিটকেল মার্কা সাইরেনের মতো আওয়াজ। তাহলে কিছু কি আতঙ্কের কিছু ঘটল? অনেকেই প্রথমে ভেবেছেন যে, কোনও জালিয়াতি বা এমারজেন্সি কোনও ঘটনা। তবে আদতে তা কোনওটাই নয়।

এই মেসেজটি পাঠানো হয়েছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে। মেসেজে বলা হয়েছে, ''এটি একটি নমুনা পরীক্ষামূলক বার্তা। অনুগ্রহ করে এই বার্তাটি উপেক্ষা করুন কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। এই মেসেজটি পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান-ইন্ডিয়া ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য। এর লক্ষ্য জননিরাপত্তা বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে সময়মত সতর্কতা প্রদান করা।'' আসলে চলতি বছরের জুলাই মাসে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে একটি কর্মসূচি শুরু করেছে টেলি যোগাযোগ বিভাগ। 

কী সেই কর্মসূচি? বিষয় হল, জরুরি অবস্থার সময়ে দেশের নাগরিকদের যাতে সহজেই অ্যালার্ট করা যায়, তার জন্যই পরীক্ষামূলক এই মেসেজ। জরুরি অবস্থা বলতে যে কোনও ভূমিকম্প, ঝড়, ঘূর্ণিঝড়, সুনামি, বন্যা, ধসের মতো ঘটনায় সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই মেসেজ। তবে মেসেজের অ্যালার্ট পদ্ধতি দেখে অনেকে ঘাবড়ে গেলেও এতে চিন্তার কিছু নেই।   

Around The Web

Trending News

You May like