ফোনের তথ্য অজান্তেই হচ্ছে চুরি! নেপথ্যে 'ডাম', কী করনীয়

কলকাতা: বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তত যেন মানুষের ব্যক্তিগত জীবনে সংশয় বাড়ছে। বিগত কয়েক বছর ধরে তথ্য ফাঁস হওয়ার বিষয়টি যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তা কেউ অস্বীকার করতে পারবে না। আর অধিকাংশ কিছুর মূলে রয়েছে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন। হ্যাকিং, অচেনা নম্বর থেকে কল করে তথ্য চুরি, ওটিপি পাঠিয়ে ব্যাঙ্কের তথ্য ফাঁস, সবই চলছে। এবার আরও এক নতুন ঝামেলা। সম্প্রতি জানা গিয়েছে, ফোনের তথ্য চুরি করছে এক ধরনের ভাইরাস। যাকে বলা হচ্ছে 'ডাম'।
জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ফোন নম্বর, কল রেকর্ড, ফোনের ক্যামেরা হ্যাক করে একজনের ব্যক্তিগত সব তথ্য অবলীলায় চুরি করে নিচ্ছে এই বিশেষ ভাইরাস (ম্যালওয়্যার)। ফোনে থাকা ‘অ্যান্টি ভাইরাস’ সফটঅয়্যারগুলিকেও অনায়াসে হারিয়ে দিতে পারে এটি। তাই সেগুলিও বিশেষ কাজে লাগছে না। কিন্তু কোথা থেকে আসছে এই ভাইরাস? জানান হয়েছে, ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট আছে যা ব্যবহারের অনুপযোগী। সেখান থেকেই আসছে এই ভাইরাস, সেখানেই নাকি তারা মূলত থাকে। যখনই কোনও ব্যবহারকারী ওই ওয়েবসাইটগুলিতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করেন, তখনই ভাইরাস ফোনে ঢুকে যাচ্ছে এবং ব্যক্তিগত সমস্ত তথ্য চলে আসছে তার হাতের মুঠোয়।
তাহলে এই ভাইরাস থেকে বাঁচার উপায় কী? সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অবিশ্বস্ত এবং ভুয়ো ওয়েবসাইট ঘাঁটা অবিলম্বে বন্ধ করতে হবে ফোনের গ্রাহকদের। ইন্টারনেটে কাজ করলে সন্দেহজনক যে কোনও ওয়েবসাইটকে আগেই ব্লক করতে হবে। তাছাড়া ফোনে আসা সন্দেহজনক কোনও ইমেল বা এসএমএসে কোনও লিঙ্ক দেওয়া থাকলে, তা কোনও মতেই ক্লিক করা যাবে না।