বিশ্বজুড়ে প্রযুক্তি আর স্টারডমের দৌড়ে, এবার আলোচনার কেন্দ্রে এক তরুণী প্রযুক্তি উদ্যোক্তা। লুসি গুও, মাত্র ৩০ বছর বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নেয়ার নারী হিসেবে৷
কীভাবে বিলিয়নেয়ার হলেন লুসি? : Lucy Guo Scale AI
এই মাইলফলক এসেছে তাঁর পুনরো প্রতিষ্ঠান Scale AI-এর নতুন টেন্ডার ডিলের মাধ্যমে, যার আনুষ্ঠানিক সম্পাদন হবে ১ জুন, ২০২৫। এই ডিল অনুযায়ী প্রতিষ্ঠানের প্রাথমিক কর্মী ও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে পারবেন।
Scale AI-র বর্তমান মূল্যায়ন: ২৫ বিলিয়ন ডলার
গত মে মাসেও এটি ছিল ১৩.৮ বিলিয়ন ডলার — ৮০% বৃদ্ধি
Scale AI কী করে? : Lucy Guo Scale AI
Scale AI মূলত AI-এর ডেটা লেবেলিং সংক্রান্ত কাজ করে—এটাকে বলা হয় “the picks and shovels of AI”। এর ক্লায়েন্টদের মধ্যে আছে মার্কিন সরকার এবং OpenAI।
বিলিয়নেয়ার সফর : Lucy Guo Scale AI
লুসি গুওর জীবন একেবারে সাধারণ:
- চিনা অভিবাসীর কন্যা, বেড়ে উঠেছেন San Francisco-তে
- স্কুল থেকে কোডিং শেখা শুরু
- Carnegie Mellon University-তে ভর্তি হলেও Thiel Fellowship পেয়ে পড়াশোনা ছেড়ে দেন
- Quora ও Snapchat-এ কাজ করার পর ২০১৬ সালে Scale AI প্রতিষ্ঠা করেন সহ-প্রতিষ্ঠাতা Alexandr Wang-এর সঙ্গে
- পরবর্তীতে Scale AI ছাড়েন, এবং Backend Capital নামে একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ও Ramp-এর মতো সফল স্টার্টআপে বিনিয়োগ করেন
নতুন উদ্যোগ এবং আইনি বাধা : Lucy Guo Scale AI
২০২২ সালে লুসি Passes নামে একটি সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেন, যেটা অনেকটা Patreon বা OnlyFans-এর মতো। প্ল্যাটফর্মে আছেন:
- অলিম্পিক জিমন্যাস্ট Olivia Dunne
- NBA কিংবদন্তি Shaquille O’Neal
- ডি.জে. Kygo
Passes ইতিমধ্যেই ৫০ মিলিয়ন ডলার রেইজ করেছে এবং এখন এর বাজারমূল্য ১৫০ মিলিয়ন ডলার।
তবে সম্প্রতি Passes একটি আইনি মামলার মুখে পড়ে — অভিযোগ, সেখানে অপ্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত কনটেন্ট ছিল। যদিও সংস্থার দাবি, এ ধরনের কনটেন্ট কখনও অনুমোদন করা হয়নি এবং মামলার আগেই সব ধরনের অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
স্বনির্ভর বিলিয়নেয়ারদের তালিকায় পরিবর্তন: Lucy Guo Scale AI
২০২৩ সালের শেষ দিকে Forbes টেলর সুইফ্টকে বিশ্বের সবচেয়ে কম বয়সী স্বনির্ভর নারী বিলিয়নেয়ার হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু লুসি গুও সেই স্থানটি এখন দখল করে নিয়েছেন।
বিশ্বে মাত্র ১০০ জন নারী আছেন যারা নিজেদের যোগ্যতায় বিলিয়নেয়ার হয়েছেন। এদের মধ্যে ৬ জনের বয়স ৪০ বছরের নিচে, আর তাঁদের অর্ধেকই আমেরিকান।
চমকপ্রদ ব্যাপার হল—যেখানে টেলর সুইফ্ট স্টেজে গান গেয়ে বিলিয়নেয়ার হয়েছেন, সেখানে লুসি গুও নিজের কোডিং স্কিল আর উদ্যোক্তা মনোভাব দিয়েই পৌঁছে গেছেন একই উচ্চতায়—অবশ্যই আরও কম বয়সে।
ICICI Bank Q4 Results: গত ১০ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ট ঘোষণা
HDFC Bank Q4 Results: মুনাফা বাড়িয়ে ডিভিডেন্ড ঘোষণা HDFC-র
Emily in Paris Season 5: কবে আসছে Netflix-এ?
‘গরু মৃত্যু’ নিয়ে মন্তব্যের জের! প্রাক্তন TTD চেয়ারম্যান করুণাকর রেড্ডির বিরুদ্ধে মামলা
Cryptocurrency Regulations: ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ঠিক কী বলল সুপ্রিম কোর্ট?
Women’s Premier League: মেয়েদের ক্রিকেট নিয়ে এ কী বললেন স্মৃতি?
শুধু দিলীপ নন, আগেও রাজনৈতিক নেতাদের বিয়ে নিয়ে তুফান উঠেছিল চায়ের কাপে!