গেম খেলতে ভালোবাসেন? বিশেষ ফিচার নিয়ে এল Facebook

ওয়াশিংটন: Facebook অ্যাপে এবার যুক্ত হল নয়া গেমিং ট্যাব৷ নতুন এই ফিচারে ফেসবুক গেমকে আরও সহজ এবং আকর্ষীয় করে তুলবে৷ একটি রিপোর্টে জানানো হয়েছে, গেমিং ট্যাবে ক্লিক করে একটি ফিডে একাধিক গেম দেখা যাবে। এই সব গেম বন্ধুদের সঙ্গে খেলা যাবে। বিভিন্ন গেমিং গ্রুপের আপডেট দেখা যাবে এই ফিডে। গত বছর কোম্পানির পরীক্ষামুলক গেমিং হাব

গেম খেলতে ভালোবাসেন? বিশেষ ফিচার নিয়ে এল Facebook

ওয়াশিংটন: Facebook অ্যাপে এবার যুক্ত হল নয়া গেমিং ট্যাব৷ নতুন এই ফিচারে ফেসবুক গেমকে আরও সহজ এবং আকর্ষীয় করে তুলবে৷

একটি রিপোর্টে জানানো হয়েছে, গেমিং ট্যাবে ক্লিক করে একটি ফিডে একাধিক গেম দেখা যাবে। এই সব গেম বন্ধুদের সঙ্গে খেলা যাবে। বিভিন্ন গেমিং গ্রুপের আপডেট দেখা যাবে এই ফিডে। গত বছর কোম্পানির পরীক্ষামুলক গেমিং হাব fb.gg লঞ্চ হয়েছিল। এই প্রোজেক্টের অধীনে লঞ্চ হয়েছিল আলাদা অ্যাপ। fb.gg গেমিং হাবের অধীনে Facebook অফিশিয়াল অ্যাপে নতুন গেমিং ট্যাব হাজির হল। গ্রাহক কোন ধরনের গেম খেলেন, সেই দেখে প্রত্যেক গ্রাহককে আলাদা গেম খেলার পরামর্শ দেবে এই গেমিং ট্যাব। অফিশিয়াল অ্যাপে নতুন ট্যাব যোগ হওয়ায় আরও বেশি গ্রাহক Facebook এ গেম খেলতে শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =