মাত্র ১১টাকায় ইন্টারনেট দিচ্ছে JIO

১০ টাকা থেকে নিজের জিও নম্বর রিচার্জ (JIO Recharge) করতে পারেন। আর ইন্টারনেট কার্ড শুরু হয় ১১ টাকা থেকে। প্রথম দিকে বিনা খরচেই কথা বলা যেত। ইন্টারনেট ব্যবহার করতেও খরচ হত না। এখন অবশ্য রিচার্জ করতে হয়। জিও-র টপ আপ প্ল্যান ১০ টাকার রিচার্জ: ১০ টাকা রিচার্জ করলে কথা বলার জন্য ৭ টাকা ৭০ পয়সা

মাত্র ১১টাকায় ইন্টারনেট দিচ্ছে JIO

১০ টাকা থেকে নিজের জিও নম্বর রিচার্জ (JIO Recharge) করতে পারেন। আর ইন্টারনেট কার্ড শুরু হয় ১১ টাকা থেকে। প্রথম দিকে বিনা খরচেই কথা বলা যেত। ইন্টারনেট ব্যবহার করতেও খরচ হত না। এখন অবশ্য রিচার্জ করতে হয়।

জিও-র টপ আপ প্ল্যান

  • ১০ টাকার রিচার্জ: ১০ টাকা রিচার্জ করলে কথা বলার জন্য ৭ টাকা ৭০ পয়সা পাওয়া যাবে।
  • ২০ টাকার রিচার্জ: ২০ টাকা ভরলে ১৫ কথা বলার জন্য ১৫ টাকা ৩৯ পয়সা দেয় জিও।
  • ৫০ টাকার রিচার্জ : ৫০ টাকা রিচার্জ করলে ৪০ টাকার টকটাইম পাওয়া যায়।
  • ৪ জি ইন্টারনেট প্যাক :
  • ১১ টাকার রিচার্জ : ১১ টাকা রিচার্জ করলে ৪০০ এম বি দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়।
  • ২১ টাকার রিচার্জ: ২১ টাকা ভরলে ১ জিবি ইন্টারনেট পাওয়া যায়।
  • ৫১ টাকার রিচার্জ: বর্তমান প্ল্যানের মেয়াদ একই রেখে ৫১ টাকার রিচার্জ করলে ৩ জিবি ইন্টারনেট পাওয়া যাবে।
  • ১০১ টাকার রিচার্জ : বর্তমান প্ল্যানের মেয়াদ একই রেখে ১০১ টাকার রিচার্জ করলে ৬ জিবি ইন্টারনেট পাওয়া যাবে।
  • ২৫১ টাকার রিচার্জ: ২৫১ টাকার রিচার্জ করলে ১০১ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। মেয়াদ ৫১ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =