২৯৯ টাকা রিচার্জে ৫,৪০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে Jio, বিক্রি শুরু OnePlus 7 Pro

বাজারে এল হয়েছিল OnePlus 7 Pro। আজ থেকেই ভারতের বাজারে শুরু হয়েছে বিক্রি৷ আপাতত Amazon থেকে প্রাইম মেম্বাররা এই ফোন কিনতে পারবেন। শুক্রবার থেকে সমস্ত গ্রাহকের কাছে ফোন বিক্রি করবে Amazon। নতুন OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। সেলফি তোলার জন্য

739f1862875fb14c9ed0086d0af5a461

২৯৯ টাকা রিচার্জে ৫,৪০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে Jio, বিক্রি শুরু OnePlus 7 Pro

বাজারে এল হয়েছিল OnePlus 7 Pro। আজ থেকেই ভারতের বাজারে শুরু হয়েছে বিক্রি৷ আপাতত Amazon থেকে প্রাইম মেম্বাররা এই ফোন কিনতে পারবেন। শুক্রবার থেকে সমস্ত গ্রাহকের কাছে ফোন বিক্রি করবে Amazon।

নতুন OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। পারফর্মেন্সের জন্য OnePlus 7 Pro ফোনে Snapdragon 855চিপসেট, ১২GB পর্যন্ত RAM আর ২৫৬ GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ব্যবহার করেছে OnePlus। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার।

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাবে OnePlus 7 Pro। ৬ GB RAM+১২৮GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম ৪৮৯৯৯ টাকা। ৮GB RAM+২৫৬GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে ৫২৯৯৯ টাকা। টপ ভেরিয়েন্টে ১২ GB RAM+২৫৬GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম ৫৭৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Jio Beyond Speed Offer এ নতুন OnePlus গ্রাহকদের ৯৩০০ টাকার সুবিধা দেবে Jio। OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকরা প্রথমেই ২৯৯ টাকা Jio প্রিপেড রিচার্জ করলে ৫৪০০ টাকা ক্যাশব্যাক ভাউচার পাবেন। সঙ্গে ৩৯০০টাকার সুবিধা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। পুরনো ও নতুন Jio গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। বেঙ্গালুরু, লন্ডন ও নিউ ইয়র্কে একসাথে লঞ্চ হয় OnePlus 7 Pro আর OnePlus 7। শুরুতে ২৯৯ টাকা রিচার্জে Jio গ্রাহক ৪৫০০ টাকা ক্যাশব্যাক ভাউচার পাবেন। MyJio অ্যাপ থ্যেকে রিচার্জে ৩৬টি ১৫০ টাকা ক্যাশব্যাক ভাউচার দেবে Jio।

এর ফলে মাত্র ১৪৯ ও ২৯৯ টাকা রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা। এই প্ল্যানে ২৮ দিন দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কল আর দিনে ১০০টি SMS ব্যবহারের সুবিধা। অন্যান্য প্ল্যানের মতোই ২৯৯ টাকা প্ল্যানেওর সঙ্গে বিনামূল্যে সব Jio অ্যাপ ব্যবহার করা যাবে।

৫৪০০ টাকা ক্যাশব্যাক ভাউচার ছাড়াও ৩৯০০ টাকার অতিরিক্ত সুবিধা পাবেন OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকরা। Zoomcar বুক করলে ২০ শতাংশ অথবা ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথে ফ্লাইট বুকিংয়ে ১৫৫০ টাকা ছাড় পাওয়া যাবে। হোটেল বুকিংয়ে থাকছে ১৫ শতাংশ ডিসকাউন্ট।

OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি ৬.৭ ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে ১২GB পর্যন্ত RAM আর ২৫৬GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *