ফের Airtel-কে পেছনে ফেলে শীর্ষে উঠল Jio

নয়াদিল্লি: ফেব্রুয়ারি মাসে বিভিন্ন নেটওয়ার্কে গড় স্পিডের তালিকা প্রকাশ করল TRAI। এই তালিকায় এক নম্বরে রয়েছে Jio। ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 20.9 Mbps। ডাউনলোড স্পিডে দুই নম্বরে থাকা Airtel এর থেকে দ্বিগুণ এর বেশি পাওয়া গিয়েছে Jio নেটওয়ার্কে। ফেব্রুয়ারি মাসে Airtel নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 9.4 Mbps। তিন নম্বর স্থানে

ফের Airtel-কে পেছনে ফেলে শীর্ষে উঠল Jio

নয়াদিল্লি: ফেব্রুয়ারি মাসে বিভিন্ন নেটওয়ার্কে গড় স্পিডের তালিকা প্রকাশ করল TRAI। এই তালিকায় এক নম্বরে রয়েছে Jio। ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 20.9 Mbps। ডাউনলোড স্পিডে দুই নম্বরে থাকা Airtel এর থেকে দ্বিগুণ এর বেশি পাওয়া গিয়েছে Jio নেটওয়ার্কে। ফেব্রুয়ারি মাসে Airtel নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 9.4 Mbps। তিন নম্বর স্থানে Vodafone –এ গড় নেটওয়ার্ক স্পিড 6.8 Mbps। ডাউনলোড স্পিডে চার নম্বরে রয়েছে Idea। ফেব্রুয়ারি মাসে Idea নেটওয়ার্কে গড় স্পিড ছিল 5.7 Mbps।

জানুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 18.8 Mbps। TRAI এর MySpeed অ্যাপ এ জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল 20.9 Mbps। জানুয়ারি মাসে Airtel এ গড় ডাউনলোড স্পিড ছিল 9.5 Mbps। ফেব্রুয়ারি মাসে তা কমে হয়েছে 9.4 Mbps। জানুয়ারি মাসে Vodafone এ গড় স্পিড ছিল 6.7 Mbps। সামান্য বেড়ে ফেব্রুয়ারি মাসে তা হয়েছে 6.8 Mbps।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *