গুগল প্লে স্টোরে জইশের অ্যাপ!

গুগল প্লে স্টোরে জইশের অ্যাপ!

নয়াদিল্লি: গুগল প্লে স্টোরে পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের তৈরি অ্যাপ! নাম ‘আচ্ছি বাতে’। আপাত ভাবে দেখে সন্দেহজনক কিছুই নজরে না পড়লেও, অ্যাপটিতে প্রচার করা হচ্ছিল জইশ প্রধান মাসুদ আজহার-সহ মৌলবাদী নেতাদের বক্তব্য! গুগল প্লে স্টোরেই এতদিন সকলের নজর এড়িয়ে কাজ চালাচ্ছিল তারা। ৫ হাজারের বেশি ডাউনলোডও হয়েছিল। শেষ পর্যন্ত ধরা পড়তেই সেটিকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল৷

সংস্থাদমাধ্যম সূত্রে খবর, বাহ্যিক ভাবে অ্যাপটি দেখে কিছু চোখে না পড়লেও, এর ভিতরে দু’টি লিঙ্ক ছিল। যার একটিতে ক্লিক করলেই  রাষ্ট্রসংঘে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা পাওয়া জঙ্গি নেতা মাসুদ আজহারের লেখা বইয়ের সফট কপির দেখা মিলত। অন্য লিঙ্কটিতে ক্লিক করলে শোনা যেত মাসুদ আজহার, তার ভাই আবদুল রউফ আজগর ও তাদের ঘনিষ্ঠ তালহা সইফের ভয়েস রেকর্ডিং। শুধু তাই নয়, মাসুদ আজহার সাদি ছদ্মনামে কিছু উস্কানিমূলক লেখাগও রাখা ছিল অ্যাপের মধ্যে। এছাড়াও অ্যাপটির মাধ্যমে সাপ্তাহিক কলামও প্রচারিত হচ্ছিল ।

দিল্লির ডিজিটাল ল্যাব ‘ইন্নেফু ল্যাব’ অ্যাপটির প্রযুক্তিগত দিক নিয়ে খতিয়ে দেখতেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সত্য। শুধু মৌলবাদ প্রচার করেই ক্ষান্ত হয়নি তারা৷ অ্য়াপটি ব্য়বহার করলেই ইউজারের নেটওয়ার্ক ও জিপিএস লোকেশনের সন্ধান পেয়ে যেত তারা। এমনকি মোবাইলটি বুট করতে পারলেই সকলের অলক্ষ্যে সেই মোবাইলটির ওপর সর্বক্ষণ নজরদারি চালাতে পারত ওই অ্যাপটি। ফলে ইউজারদের লোকেশন, নেটওয়ার্কের সঙ্গেই স্টোরেজ, মিডিয়া ও ছবি, ভিডিও সংক্রান্ত সমস্ত ব্যক্তিগত তথ্যও পেয়ে যেত তারা। অবশেষে সেটি ধরা পড়তেই গুগল প্লে স্টোর থেকে তা সরিয়ে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =