Aajbikel

ইনস্টাগ্রাম বিভ্রাট, বিশ্বজুড়ে স্তব্ধ অ্যাপ, সমস্যার মুখে ইউজাররা

 | 
ইনস্টাগ্রাম

 নয়াদিল্লি: বৃহস্পতিবার সকাল থেকেই বিভ্রাট৷ ঠিক মতো কাজ করছে না ইনস্টাগ্রাম। এক সঙ্গে প্রায় ৪৬ হাজার ইউজার সমস্যার মুখে পড়েন৷ বন্ধ হয়ে যায় তাঁদের ইনস্টাগ্রাম৷ যদিও মূলত আমেরিকার বাসিন্দারাই এই সমস্যার সম্মুখীন। তবে ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়ার ইনস্টাগ্রাম ইউজাররাও সমস্যার মধ্যে পড়েছেন। হঠাৎ কেন এভাবে ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেল, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন- ৪২৫ কোটি টাকার মাদক উদ্ধার, গুজরাটে গ্রেফতার ৫


বুধবার রাত থেকেই মেটার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে সমস্যা শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশে পুরোপুরি বন্ধ হয়ে যায় ইনস্টাগ্রাম। ডাউনডিটেক্টর সূত্রে খবর, ইনস্টা বন্ধ হতেই  দলে দলে ইউজাররা অভিযোগ জানাতে শুরু করেন৷ তাঁরা জানান, তাঁদের মোবাইলে আর ইনস্টাগ্রাম কাজ করছে না। বিভিন্ন ভাবে তাঁরা  চেষ্টা চালিয়েও ইনস্টাগ্রাম চালু করতে  পারেননি। শুধুমাত্র আমেরিকায় সমস্যার মধ্যে পড়েন ২৬ হাজার ইউজার৷ 


বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্তও এই সমস্যা মেটেনি। এরই মধ্যে বিভ্রাটের তালিকায় ঢুকে পড়ে ব্রিটেন, অস্ট্রেলিয়ার মতো দেশও। ভারতেও প্রায় এক হাজার ইউজারের ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যায়৷ অধিকাংশেরই দাবি, তাঁরা ইনস্টাগ্রামে লগ ইন করতে পারলেও তারপরে আর কিছু করা যাচ্ছে না। অনেকে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও ইনস্টাগ্রামে লগ ইন করতে পারেননি। 

কেন এই সমস্যা, সে সম্পর্কে মেটার তরফে কিছু জানানো হয়নি। ইনস্টার সমস্যা মেটাতে মেটার তরফে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা, বা কতক্ষণ পরে এই সমস্যার সমাধান হবে সেই প্রশ্নের কোনও উত্তর দেয়নি মেটা৷ 

Around The Web

Trending News

You May like