ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির বরাত পেল টাটা

ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির বরাত পেল টাটা

নয়াদিল্লি: টাটাকে ১৫টি হাইড্রোজেন-বেসড ফুয়েল সেল চালিত বাসের বরাত দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। সম্ভবত ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি এটিই হবে। 

গতবছর ডিসেম্বরে এই ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলের তরফে দরপত্র ডাকা হয়েছিল। ভারতের অন্যতম অটোমোবাইল সংস্থা টাটা দরপত্রে জয়ী হলে, দু’টি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়৷ সেই চুক্তি অনুযায়ী, ফুয়েল সেল বাসগুলি টাটা গোষ্ঠীকে মাত্র ১৪৪ সপ্তাহ বা ৩৪ মাসের মধ্যে ইন্ডিয়ান অয়েলকে সরবরাহ করতে হবে৷ ফুয়েল সেল এমন একটি তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় ডিসি কারেন্ট উৎপাদিত হয়। এরপর সেই তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যার মাধ্যমে গাড়ি চলানো হয়। ভারতে এই প্রযুক্তি ব্যবহারকারী গাড়ি এখনও চালু না হলেও, বিদেশে ইতিমধ্যেই এই গাড়ি চলাচল করা শুরু করেছে৷ পরিবেশ দূষণ দূর করতে এর জুড়ি মেলা ভার। কারণ গাড়িগুলি থেকে বাইপ্রডাক্ট হিসেবে জল নির্গত হওয়ায় পরিবেশ দূষণের ব্যাপারই নেই৷

ইন্ডিয়ান অয়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ও টাটা যৌথভাবে গাড়িগুলি পরীক্ষা করবে বলে জানিয়েছে। জৈব জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এখন দেশে বৈদ্যুতিক যানবাহন তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে টাটার হাইড্রোজেন ফুয়েল সেল চালিত গাড়িগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আগামী দিনে তাঁরা দেশে হাইড্রোজেন শক্তি উৎপন্ন এবং সরবরাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে দেশে প্রতিদিন ১ টন হাইড্রোজেন উৎপন্ন করতে সক্ষম এমন পাইলট প্লান্ট তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 4 =