এবার সুখোই যুদ্ধবিমান থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়বে ভারত

নয়াদিল্লি: সুখোই যুদ্ধবিমান থেকে এবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়বে ভারত৷ আর সেই লক্ষ্যেই সফল পরীক্ষায় ভারতের৷ খুব শীঘ্রই ৪০টির বেশি সুখোই বিমানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে৷ বায়ুসেনার দাবি মেনে, সুপারসনিক ক্রুজ মিসাইলকে অন্তর্ভুক্ত করার কাজ সম্পূর্ণ করতে হ্যাল ও বিএপিএলকে নির্দেশ দেওয়া হয়েছে৷ ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেই সংযুরক্তিকরণ শেষ করার নির্দেশও রয়েছে কেন্দ্রের৷

এবার সুখোই যুদ্ধবিমান থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়বে ভারত

নয়াদিল্লি: সুখোই যুদ্ধবিমান থেকে এবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়বে ভারত৷ আর সেই লক্ষ্যেই সফল পরীক্ষায় ভারতের৷ খুব শীঘ্রই ৪০টির বেশি সুখোই বিমানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে৷

বায়ুসেনার দাবি মেনে, সুপারসনিক ক্রুজ মিসাইলকে অন্তর্ভুক্ত করার কাজ সম্পূর্ণ করতে হ্যাল ও বিএপিএলকে নির্দেশ দেওয়া হয়েছে৷ ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেই সংযুরক্তিকরণ শেষ করার নির্দেশও রয়েছে কেন্দ্রের৷

বিশ্বের সবথেকে দ্রুতগামী ক্রুজ মিসাইল ব্রহ্মস৷ স্থল, জল আকাশ পথেও নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম এই ব্রহ্মস৷ সরকারি সূত্রের খবর, গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে বিমানহানা চালানোর পর পর্যালোচনায় বসে সরকার৷ শত্রুপক্ষের আক্রমণ থেকে ভারতীয় আকাশসীমা সুরক্ষিত রাখার রণকৌশল নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়৷ তারপরই প্রথম ধাপে অন্তত ৪০টি সুখোই যুদ্ধবিমানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তিতে সম্মতি দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seventeen =