নয়াদিল্লি: ভুয়ো খবর ও গুজবে লাগাম পরাতে সার্বিকভাবে এক লপ্তে মেসেজ ফরওয়ার্ড বা শেয়ার পাঁচটিতে সীমাবদ্ধ করল হোয়াটসঅ্যাপ৷ সংস্থার পক্ষ থেকে নিজেদের ব্লগে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে৷ এর ফলে, ঘনিষ্ঠ তথা ব্যক্তিগত মহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ বাড়বে৷
দেশজুড়ে ভুয়ো খবরের রমরমা ঠেকাতে গত বছরের জুলাই মাসে ভারতীয় গ্রাহকদের মেসেজ ফরওয়ার্ড তথা শেয়ারের উপর লাগাম টেনেছিল ফেসবুকের অধীনস্থ সংস্থা হোয়াটসঅ্যাপ। এক লপ্তে পাঁচটির বেশি ব্যক্তি বা গ্রুপে মেসেজ ফরওয়ার্ড বন্ধ করে দেয় তারা। ফলও মেলে হাতে নাতে। এতে কমেছে হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করার প্রবণতা। আর তারপরেই সোমবার থেকে বিশ্বব্যাপী এই নিয়ম কার্যকর করল অনলাইন এই চ্যাটিং সংস্থা। এখন থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে গ্রাহকরা কোনও নির্দিষ্ট মেসেজ বা চ্যাট এক লপ্তে পাঁচটির বেশি গ্রাহকের কাছে পাঠাতে পারবেন না।