ট্রেনে ফোন হারিয়ে গিয়েছে। অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হন। তবে ফোন হারিয়ে গেলে যদি কেউ খুঁজে পাওয়ার জন্য ৪ লাখ টাকা আপনার সামনে রাখে তাহলে কেমন হবে বলুন তো! জার্মানিতে একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছে Honor। কেউ এই ফোন খুঁজে পেলে তা ফিরিয়ে দিলে ৫০০০ ইউরো (প্রায় ৪ লক্ষ টাকা) পুরস্কার দেবে কোম্পানি।
ট্যুইটারে এই ঘোষণা করেছে Honor। জার্মানিতে কোম্পানির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে জানানো হয়েছে ডাসেলড্রফ থেকে মিউনিখ যাওয়ার ICE1125 নম্বর ট্রেনে কোম্পানির এক কর্মী একটি প্রোটোটাইপ ফোন হারিয়ে ফেলেছেন। ২২ এপ্রিল এই ফোন হারিয়েছিল। Huawei এর সাব ব্র্যান্ড Honor জানিয়েছে কোন ব্যক্তি এই ফোন ফিরিয়ে দিলে ৫০০০ ইউরো পুরস্কার দেওয়া হবে। হারিয়ে যাওয়া ফোনে একটি ধুসর রঙের কেস লাগানো রয়েছে।
২১ মে লন্ডনে নতুন Honor20 সিরিজ লঞ্চ করবে কোম্পানি। অনেকেই মনে করছেন এই লঞ্চ ইভেন্টের প্রোটোটাইম ফোনটি হারিয়ে গিয়েছে। অফিশিয়াল লঞ্চের আগে পরীক্ষার জন্য কোম্পানির কর্মীদের প্রোটোটাইপ ফোন দেয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। এই ফোনগুলি সাধারনত কেসের মধ্যে ঢুকিয়ে ব্যবহার করেন কোম্পানির কর্মীরা। এর ফলে রাস্তাঘাটে কেউ সহজে নতুন ফোন চিনতে পারেন না। আগামী মাসে লঞ্চ হবে Honor20 সিরিজ। ২১ মে লন্ডনে এক ইভেন্টে কোম্পানির নতুন ফোনগুলি লঞ্চ হবে।